Abhijeet Sawant

Papiya Paul

‘ইন্ডিয়ান আইডল’ জয়ী হয়েছিলেন অভিজিৎ সাওয়ান্ত, জানেন এখন কোথায় এই গায়ক?

সালটা ২০০৪। ইন্ডিয়ান আইডল(Indian Idol) সিজন ওয়ানে সকলকে পেছনে ফেলে জয় ছিনিয়ে নেন অভিজিৎ সাওয়ান্ত(Abhijeet Sawant)। খুব জলদি শ্রোতাদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যান এই গায়ক। বাড়তে থাকে অনুরাগীদের সংখ্যা। ইন্ডিয়ান আইডল মঞ্চ কাঁপানোর পর প্রকাশ্যে আসে তার একাধিক অ্যালবাম। ২০০৫ সালে মুক্তি পায় তার প্রথম অ্যালবাম ‘আপকা অভিজিৎ সাওয়ান্ত’। ২০০৭ সালে প্রকাশ্যে আসে তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘জুনুন’।

   

ইমরান হাশমি, সোনু সুদ এবং তনুশ্রী দত্ত অভিনীত বলিউড ছবি ‘আশিক বনায়া আপনে’-তে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেছেন অভিজিৎ সাওয়ান্ত। এরপর একের পর এক ছবিতে গান করেন তিনি। অক্ষয় কুমারের সিনেমা ‘তিসমার খান’ এও গানের জন্য তাকে বেছে নেওয়া হয়। এরপর ‘ডিশুম’ সিনেমায় গান করেছেন তিনি।

তাঁর ঝুলিতে একাধিক গান থাকা সত্ত্বেও একাধিক রিয়েলিটি শোতে পার্টিসিপেট করতেন তিনি। ইন্ডিয়ান আইডলে প্রথম স্থান অধিকার করার পরও তিনি পার্টিসিপেট করেছেন ‘এশিয়ান আইডল’, ‘জো তিতা ওহি সুপারস্টার’- এর মতন রিয়েলিটি শোতে। ছিনিয়েও নিয়েছেন সাফল্য।

কেবলমাত্র তিনি যে গান গেয়েই অনুরাগীদের মুগ্ধ করেছেন এমনটাও কিন্তু নয়। অভিনয় জগতেও পা রেখেছেন তিনি। ২০০৯ সালে ‘লটারি’ ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন অভিজিৎ সাওয়ান্ত। এরপর তাকে দেখা যায় আরও বেশ কয়েকটি সিনেমাতে। ইন্ডিয়ান আইডল ৫-এর সঞ্চালক হিসেবেও দেখা যায় এই গায়ক তথা অভিনেতাকে।

তবে হঠাৎ করেই যেন গান এবং অভিনয় জগত থেকে সরে গেলেন অভিজিৎ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ তিনি। প্রায় দিনই নানান রকম ছবি ভিডিও পোস্ট করতে থাকেন ইনস্টাগ্রামে। জানা যাচ্ছে, বর্তমানে তিনি একজন জিম ফ্রিক। তাঁর ঘন্টা পর ঘন্টা কেটে যায় শরীর চর্চায়।