Oscar 2023

Moumita

ভারতীয়দের জয়জয়কার, দেশের ঝুলিতে দু’দুটো অস্কার, কোন চ্যানেলে দেখতে পাবেন এই অনুষ্ঠান?

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় মঞ্চ অস্কার (Oscar)।  ৯৫ তম অ্যাকাডেমি(Academy) অ্যাওয়ার্ডসের কাউন্ট ডাউন। কোন বিভাগে কার ঝুলিতে আসবে অস্কার? আপাতত সেই চিন্তাই ঘুরপাক খাচ্ছিলো বিশ্ববাসীর মনে। বিশেষ করে এই ভারতীয়দের (Indian) তো বটেই।

   

আসলে চলতি বছরের অস্কার দৌড়ে সেরা মৌলিক গান বিভাগে মনোনীত ‘আরআরআর’ (RRR) ছবির ‘নাটু নাটু’ (Natu Natu)। সিনেপাড়ার জোর গুঞ্জন, অঘটন না ঘটলে গোল্ডেন গ্লোবের পর অস্কারও (Oscar 2023) ঝুলিতে পুরবেন এসএস রাজামৌলি অ্যান্ড কোম্পানি।  আর ঠিক সেটাই হয়েছে। RRR-র  ‘নাটু নাটু’ গান জিতে নিলো অস্কার।

নেটফ্লিক্সের স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইসপার্স’ও জিতেছে অস্কার। এর সাথে ছিল  দীপিকা পাড়ুকোনের উপস্থাপনা। চলতি বছর ৯৫ তম অস্কারের উপস্থাপক হিসাবে মঞ্চে হাজির হয়েছেন দীপিকা পাড়ুকোন। বোঝাই যাচ্ছে, চারিদিকে ভারতীয়দের জয়জয়কার।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল ১২ মার্চ রাত ঠিক ৮ টায় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এই শো। ভারতীয় সময় অনুযায়ী তা দেখতে পাবেন একেবারে ভোর ৫.৩০ টা থেকে। ইভেন্টের প্রথমেই থাকবে রেড কার্পেট ইভেন।

এখন বড় প্রশ্ন হল, কোথায় দেখবেন এই অনুষ্ঠান? সূত্রের খবর, অস্কারের অফিসিয়্যাল ব্রডকাস্টার আমেরিকার এবিসি নেটওয়ার্ক। Hulu লাইভ টিভি, ইউটিউব টিভি এবং ফুবো টিভির সাবস্ক্রিপশন নিলে সরাসরি দেখতে পাবেন এই অনুষ্ঠান। তবে ভারতীয়দের জন্য ডিজনি এক সুবিধা নিয়ে এসেছে।

ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar) এবং অ্যাকাডেমির সমস্ত সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে চোখ রাখতে পারেন। এছাড়াও স্টার ইন্ডিয়ার কাছে রয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সম্প্রচারের সত্ত্ব। স্টার মুভির সাবস্ক্রিপশন নিলে এখানেও দেখতে পাবেন অস্কারের লাইভ সম্প্রচার।