which country drink cold drinks very much know the details list

জানেন কোন দেশ সবথেকে বেশি কোল্ড ড্রিঙ্কস পান করে? ভারতের নম্বর কত?

কোল্ড ড্রিঙ্কের (Cold Drinks) পোকা আমরা অনেকেই। পিপাসায় গলায় ঢকঢক করে ডেলে নিই এই বিশেষ ধরণের পানীয়। বাইরে গেলেই বা রোদের তাপে পুড়ে বাড়ি ঢোকার পর কেউ যদি এক গ্লাস ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস হাতে ধরিয়ে দেয় তাহলে তার মজাই আলাদা। নিমেষের মধ্যে শরীরে আসে রিফ্রেসমেন্ট। তবে জানেন কি কোন দেশের মানুষ জন সবচেয়ে বেশি কোল্ড ড্রিঙ্কস পান করে থাকে (Which Country Consume Maximum Cold Drinks)?

আমেরিকা : তালিকার সবার উপরের নামটি দেখে অবাক হওয়ার কিছু নেই। সূত্রের খবর গড় হিসেব করলে এখানকার এক একজন মানুষ বছরে ২১৬ লিটার কোল্ড ড্রিঙ্কস পান করেন।

আর্জেন্টিনা : মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক পরেই রয়েছে আর্জেন্টিনা। এখানে একজন মানুষ বছরে গড়ে ১৫৫ লিটার সফট ড্রিঙ্কস পান করে। সাধারণত সোডা মিশিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয় এখানে।

চিলি : চিলির ঐতিহ্যবাহী পানীয় Mote Con Huesillo ছাড়াও কোকা কোলা এবং পেপসির মত ব্র্যান্ডগুলির ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে চিলিতে। এখানকার মানুষ বছরে প্রায় ১৪১ লিটার পানীয় গ্রহণ করে।

মেক্সিকো : সূত্রের খবর মেক্সিকোয় বসবাসকারী একজন মানুষ বছরে প্রায় ১৩৭ লিটার সফট ড্রিঙ্কস পান করে। মেক্সিকোতে পানীয়র ভ্যারাইটি এতোই বেশি যে কোনটা ছেড়ে কোনটা খাই অবস্থা।

আয়ারল্যান্ড : আয়ারল্যান্ডের মানুষের কাছে চা কফি যেমন গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ সফট ড্রিঙ্কস। কোকা কোলা এবং পেপসি এখানে ভীষণ জনপ্রিয়। একজন ব্যক্তি গড়ে প্রায় ১২৭ লিটার পানীয় পান করে এখানে।

কানাডা : কানাডিয়ানরা কোকা কোলা, পেপসি, কানাডা ড্রাই-র মত সফট ড্রিঙ্কসগুলিকে ভীষণ ভালোবাসে। গড় হিসেব, একজন মানুষ বছরে ১২০ লিটার সফ্ট ড্রিঙ্কস কনজিউম করেন এখানে।

Avatar

Moumita

X