Target Rating Point List

Papiya Paul

Target Rating Point List: ২০২৩-র টিআরপিতে সেরার সেরা কোন বাংলা সিরিয়াল? প্রকাশ্যে রিপোর্ট

নিউজশর্ট ডেস্কঃ চলতি বছরে অন্তিম টিআরপি তালিকা(TRP List) প্রকাশিত হয়েছে গতকাল। বাংলার বিনোদনমূলক চ্যানেলগুলোতে টিআরপি তালিকাতে জায়গা পাওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলে চ্যানেলগুলোর মধ্যে। কারণ টিআরপি তালিকায় টিকে থাকতে না পারলে সেই সিরিয়াল বন্ধ হয়ে যায়। চলতি বছরের অন্তিম পর্বের টিআরপি তালিকায়(Target Rating Point List) দীপা এবং জগদ্ধাত্রীকে টক্কর দিয়ে সেরার সেরা ধারাবাহিকের জায়গা পেয়েছে নিম ফুলের মধু।

   

তবে চলতি বছরের শুরুর সপ্তাহের টিআরপি তালিকার সঙ্গে শেষ সপ্তাহের টিআরপি তালিকাতে বিরাট পার্থক্য রয়েছে। সেই সময় অনুরাগের ছোঁয়া ছিল দর্শকদের পছন্দের সিরিয়াল। সেইসঙ্গে জগদ্ধাত্রীও ছিল সেরার তালিকায়। এক কথায বলতে গেলে অনুরাগের ছোঁয়া এবং জগদ্ধাত্রীর মধ্যে প্রথম জায়গা দখলে লড়াই চলছিল। কিন্তু বছরের শেষ সপ্তাহে এসে অনুরাগের ছোঁয়ার জায়গা গিয়ে দাঁড়িয়েছে অষ্টম নম্বরে।

২০২৩ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৮. ৯ নম্বর পেয়ে প্রথম স্থানে জায়গা করেছিল অনুরাগের ছোঁয়া। এরপর প্রায় ১১ মাস ধরে এই সিরিয়াল সেরার জায়গা দখল করে রেখেছিল। সেই সময় যে সমস্ত সিরিয়ালগুলো সেরার জায়গা নিয়েছিল সেগুলোর মধ্যে বেশিরভাগ এখন বন্ধ হয়ে গিয়েছে। ব্যতিক্রম হল শুধুমাত্র জগদ্ধাত্রী। চলতি বছরের জানুয়ারি মাসে জগদ্ধাত্রী দ্বিতীয় স্থান অধিকার করেছিল এবং ডিসেম্বরের অন্তিম সপ্তাহে এসেও দ্বিতীয় স্থানেই দাঁড়িয়ে আছে।

Target Rating Point

আরও পড়ুন: Neem Phooler Madhu: পর্ণাকে রুচিরার খুনি বলতেই সপাটে চড়! বাড়ির বউয়ের বিপদে পাশে দাঁড়ালো ‘ধ্যাষ্টামো’ জেঠু

তবে তার নম্বর আগের তুলনায় কিছুটা বেড়েছে। জগদ্ধাত্রী এবং অনুরাগের ছোঁয়া ছাড়া বছরের শুরুর দিকে যে সমস্ত সিরিয়ালগুলো সেরা ৫-এ জায়গা করে নিয়েছিল সেগুলোর গল্প এখন শেষ হয়ে গিয়েছে। তার বদলে এসেছে নতুন কিছু সিরিয়াল। আর যেগুলো টিআরপি তালিকাতে জায়গা করে নিয়েছে। যেমন-ফুলকি, গীতা এলএলবি।

Target Rating Point

কিছু বছর আগে একটি সিরিয়াল একটানা তিন থেকে চার বছর চলতো কিন্তু এখন এই সিরিয়ালের মেয়াদ ২ থেকে ৬ মাস হয়ে দাঁড়িয়েছে। আর কোন সিরিয়াল টিআরপি তালিকা ভালো ফলাফল করলে সেটির সময়সীমা এক থেকে দেড় বছর। তাই এক বছরের গণ্ডি এই মুহূর্তে পার করে ফেলেছে অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী এবং নিম ফুলের মধু। যদিও অনুরাগের ছোঁয়া দিনদিন টিআরপি তালিকার নিচের দিকে নামছে।