বলিউড,বিনোদন,গসিপ,বিগবস,পারিশ্রমিক,টিনা দত্ত,Bollywood,Entertainment,Gossip,Biggboss,Tina Dutta,Salary

Moumita

কেউ ৬ লাখ তো কেউ ৯ লাখ, বিগবস হাউসের এই প্রতিযোগীদের এক সপ্তাহের পারিশ্রমিক শুনলে মাথা ঘুরবে আপনারও

১ অক্টোবর থেকে শুরু হয়ে গিয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় তথা বিতর্কিত শো বিগবস। এটি এমন একটি শো যার প্রথম দিন থেকে শেষদিন অবদি থাকে চর্চায়। সলমনের উইকেন্ড, বিগবস হাউসের মারামারি, ঝগড়া সবকিছুই এখানে সমান প্রাসঙ্গিক। প্রতিবছরের মতো এবছরও বেছে নেওয়া হয়েছে মোট ১৬ জন প্রতিযোগী।

   

এখন মনে প্রশ্ন আসতে পারে যে, এইসব তারকাদের পারিশ্রমিক কত? একথা তো সকলেই আন্দাজ করতে পারেন যে একটা মোটা অঙ্কের টাকার বিনিময়েই বিগবস হাউসে আসেন তারা। কিন্তু সেই টাকার অঙ্ক ঠিক কত এই প্রশ্নেরই উত্তর দেবো আজকের প্রতিবেদনে।

১. প্রিয়াঙ্কা চাহার চৌধুরী : টেলি নায়িকা প্রিয়াঙ্কা চাহার চৌধুরী অংশ নিয়েছেন বিগবস সিজন ১৬ তে। সূত্রের খবর, প্রতি সপ্তাহের জন্য প্রায় ৫ লাখ টাকা নিচ্ছেন এই তারকা।

বলিউড,বিনোদন,গসিপ,বিগবস,পারিশ্রমিক,টিনা দত্ত,Bollywood,Entertainment,Gossip,Biggboss,Tina Dutta,Salary

২. অঙ্কিত গুপ্ত : প্রিয়াঙ্কার সহ অভিনেতা অঙ্কিত গুপ্তাকেও দেখা যাচ্ছে বিগ বসের ঘরে। আমরা যদি অঙ্কিতের আয়ের কথা বলি, তাহলে এখানে প্রতি সপ্তাহে তার আয় ৫ থেকে ৬ লাখ টাকা।

বলিউড,বিনোদন,গসিপ,বিগবস,পারিশ্রমিক,টিনা দত্ত,Bollywood,Entertainment,Gossip,Biggboss,Tina Dutta,Salary

৩. নিমৃত কৌর আহলুওয়ালিয়া : তালিকার পরবর্তী নাম নিমৃত কৌর আহলুওয়ালিয়া। মেহর বা সেহার নামে বিশেষ পরিচিত তিনি। সূত্রের খবর প্রতিটি সপ্তাহের জন্য ৭ থেকে ৮ লাখ টাকা দাবি করেছেন নিমৃত।

বলিউড,বিনোদন,গসিপ,বিগবস,পারিশ্রমিক,টিনা দত্ত,Bollywood,Entertainment,Gossip,Biggboss,Tina Dutta,Salary

৪. টিনা দত্ত : উত্তরণ খ্যাত টিনা দত্তও রয়েছেন এই সিজনে। টিনাও বিগ বসের ঘরে এসেছেন মোটা অঙ্কের টাকায়। তার সপ্তাহের আয় ৮ থেকে ৯ লাখ টাকা।