Arijit

রোহিতের পরিবর্তে ওয়ানডে সিরিজে কে নেতৃত্ব দেবে অশ্বিন না রাহুল! চলছে জোর আলোচনা

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। এই টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। জানা গিয়েছে এই সপ্তাহের শেষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করবে ভারতীয় নির্বাচকরা। যদিও এই মঙ্গলবারই দল নির্বাচন হওয়ার কথা ছিল তবে রোহিত শর্মার চোট দেখে নেওয়ার জন্য আর কয়েকটা দিনের সময় নিয়েছে নির্বাচকরা।

   

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে একটাই প্রশ্ন যদি রোহিত শর্মা পুরোপুরিভাবে সুস্থ না হন তাহলে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে কে নেতৃত্ব দেবেন? এই দৌড়ে এগিয়ে দুজন ভারতের ক্রিকেটার। একজন কে এল রাহুল অপরজন হলেন রবীচন্দ্রন অশ্বিন। এই দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে রাহুল কারণ রোহিত শর্মার অনুপুস্থিতিতে ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে রাহুলকেই। তবে রাহুলকে করা টক্কর দিচ্ছে রবীচন্দ্রন অশ্বিন, কারণ অভিজ্ঞতার দিক দিয়ে রাহুলের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন অশ্বিন।

এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছেন রোহিত শর্মা। সেখানেই তাঁর চোটের চিকিৎসা চলছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ 19 শে জানুয়ারি, দ্বিতীয় ম্যাচ 21 শে জানুয়ারি এবং তৃতীয় ম্যাচটি রয়েছে 23 শে জানুয়ারি।