Koushik Dutta

লকডাউন উঠে গেলে হিতে বিপরীত হতে পারে ফল, সাবধান করে দিল WHO

বহু জায়গা, দেশ থেকেই এখন তুলে নেওয়া হচ্ছে লকডাউন। স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ। রাস্তায় বাড়ছে ভিড়। আর এতেই দুশ্চিন্তার কালো মেঘ দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। হু- এর পক্ষ থেকে সাবধান করে দিয়ে বলা হচ্ছে, ‘যেসব দেশ করোনার সংক্রমণ শেষ ভেবে লকডাউন তুলে নিচ্ছে, তা সঠিক পদ্ধতি নয়।’ বিশেষজ্ঞদের আশংকা, এই লকডাউন তুলে নিয়ে তারাহুরো করতে গিয়ে বাড়তে পারে সংক্রমণ।