পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদনের মধ্যে শুধুই সিরিয়াল নয় রয়েছে গান ও নাচের রিয়েলিটি শোগুলিও। এক্ষেত্রে জি বাংলার সারেগামাপার জনপ্রিয়তা আলাদা করে বলার প্রয়োজন নেই। এবছর গানের এই রিয়েলিটি শোয়ে বিচারকের ভূমিকায় রয়েছেন রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, জোজো, শান্তনু মৈত্র, জাভেদ আলি ও অন্তরা মৈত্রর মত ব্যক্তিত্বরা।
৫২ বছরের জন্মদিন সেলিব্রেট করলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত
সারেগামাপার বিচারক ইন্দ্রদীপ দাশগুপ্ত গানের ভুল ধরিয়ে দেন, বকা দেন ঠিকই, তবে প্রতিযোগীদের খুবই তিনি। কিছুদিন আগেই তার জন্মদিন পালন করা হয়েছে মঞ্চে। জীবনের ৫১ বসন্ত পেরিয়ে ৫২তে পা দিলেন তিনি, তবে এখনো বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। কেন? আজকের প্রতিবেদনে এই প্রশ্নের উত্তরই জানাবো আপনাদের।
কেন আজও অবিবাহিত ইন্দ্রদীপ? | Why Indradip Dasgupta Still Unmarried?
অবিবাহিত থাকার কারণ কি? একদা প্লাটফর্ম-৮ এর হৃদমাঝারে শোয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানেই জানান ‘কেউ তো আর বিয়ে করল না!’ অবশ্য এখানেই শেষ নয়, আনন্দবাজার পি পত্রিকার তরফ থেকেও জানতে চাওয়া হয়েছিল কেন বিয়ে করেননি সুরের জাদুকর? উত্তরে জানিয়েছিলেন, ‘একা থাকাই ভালো। নিজের শর্তে চলি, বিয়ের আর দরকার নেই। বন্ধুত্বই ভালো লাগে’।
সাক্ষাৎকারেই তিনি জানান, জন্মসূত্রে তাঁর নাম দেওয়া হয়েছিল চিরদীপ। তবে পরবর্তীকালে ইন্দ্রদীপ নামেই ইন্ডাস্ট্রিতে পরিচিত হন তিনি। তাছাড়া বরাবরই নাকি ঠোঁটকাটা স্বভাবের তিনি, সাথে মেজাজি ও অ্যাগ্রেসিভ বলেও গুঞ্জনও রয়েছে। যদিও এই বিষয়ে তাঁর মত, লোকে আমায় নিয়ে কথা বলছে মানে তো আমি গুরুত্বপূর্ণ। এসব বললেও আমি খুশি। লোকে বলুক অহংকারী, আমার সমস্যা নেই কারণ আমি জানি আমার কোনো অহংকার নেই।
ইন্দ্রদীপ প্রসঙ্গে ইমন
গায়িকা ইমন চক্রবর্তীর বেশ কাছের মানুষ ইন্দ্রদীপ। নিজের সাফল্যের কৃতিত্ব বহুবার দিযেছেন তাঁকে। এমকি একবার জন্মদিনে ইমন বলেছিলেন, ‘পান থেকে চুন খসলেই ধমক দেন। এই বকুনি ভালোবাসা থেকেইআসে। সর্বদা বাবার মত আগলে রাখেন’। এখানেই শেষ নয় গায়িকা আবারো জানান, ‘মুখোশহীন একজনমানুষ যা মনে আসবে সেটাই মুখের উপর বলে দেবেন। ইন্দ্রদীপদা যে কি প্রচন্ড রাগী যিনি মিশেছেন তিনিই বলতে পারবেন। এর জন্য অনেকেই ভুলও বুঝেছেন ওকে।
আরও পড়ুনঃ তিনবছর পেরিয়ে ফের লিপ নিচ্ছে অনুরাগের ছোঁয়া, কে হবে নতুন সোনা-রুপা? রইল পরিচয়
প্রসঙ্গত, বাংলা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরেই সংগীত পরিচালক হিসাবে কাজ করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। কেলোর কীর্তি, মিশর রহস্য, ফাইটারের মত ছবিতে কাজ করেছেন। অযোগ্য সিনেমার ‘কেউ জানবে না’ গান তারই তৈরি। এছাড়া বাবলি আর শাস্ত্রী ছবির সংগীত পরিচালনার কাজও করেছেন তিনি। ২০১৯ সালে কেদারা ছবির জন্য জাগিয়ে পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়াও ঝুলিতেরয়েছে একাধিক আনন্দলোক ও মির্চি মিউজিক অ্যাওয়ার্ড।