why does rakesh roshans every film start with k know the reason

রাকেশ রোশনের সব ছবির নাম ‘K’ দিয়ে শুরু! এর পিছনের আসল কারণটা জানেন?

Why Rakesh Roshan’s Film Start With K: বলিউডের(Bollywood) সেরা পরিচালকদের তালিকা তৈরি করলে যে নামগুলি সবার আগে আসবে তারমধ্যে একটি বল রাকেশ রোশন(Rakesh Roshan)। যেমন দক্ষ অভিনেতা তেমন দক্ষ পরিচালক তিনি। পাশাপাশি ছবি প্রযোজনাতেও পুরো নম্বর নিয়ে পাশ করেছেন তিনি। একটা সময় নিজে তুখোড় অভিনয় করলেও ছেলে হৃতিক রোশন(Hrithik Roshan) ইন্ডাস্ট্রিতে আসার পর পরিচালনা এবং প্রযোজনাতেই বেশি মন দেন।

দীর্ঘ কেরিয়ারে একাধিক ছবি পরিচালনা করেছেন তিনি। তার একাধিক ছবিতে নায়ক হিসেবে নিয়েছেন নিজের ছেলে হৃতিককে। অনেকেই হয়ত এটা জানেনও যে, রাকেশ রোশনের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তবে একটা বিষয় কখনো লক্ষ করেছেন কি যে, রাকেশ রোশনের বেশিরভাগ ছবির নামই শুরু হয় ‘K’ অক্ষর দিয়ে।

গুটিকয় ছবি বাদ দিলে পরিচালক রাকেশের প্রায় সব ছবিই শুরু হয় K দিয়ে। উদাহরণস্বরূপ, কহো না পেয়ার হ্যায়, করণ অর্জুন, কোই মিল গয়া, কোয়লা, খুদগরজ, খেল খেল মে, ক্রিশ সিরিজ এর মতো ছবির নাম আসবে এই তালিকায়। বহুবছর ধরেই এভাবে ছবির নামকরণ করছেন তিনি। আর এর নেপথ্যে রয়েছে একটা গুঢ় কারণ।

জানা যায়, ১৯৮২ সালে ‘কামচোর’ নামে একটি ছবি বানিয়েছিলেন রাকেশ রোশন। ছবি মুক্তি পেতে না পেতেই ব্লকব্লাস্টার হয়ে যায় ছবিটি। তবে এরপর ১৯৮৪ সালে ‘জাগ উঠা ইনসান’ নামে যে ছবিটি তিনি তৈরী করেছিলেন তা ফ্লপ হয়ে যায়। তার পরবর্তী ছবি ‘ভগবান দাদা’রও একই পরিণতি ঘটে।

১৯৮২ সালে ‘কামচোর’ নামে একটি ছবি বানিয়েছিলেন রাকেশ রোশন। ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গেই হিট হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেই ১৯৮৪ তে ‘জাগ উঠা ইনসান’ নামে আরেকটি ছবি বানান তিনি। সেটি ফ্লপ হয়ে যায় বক্স অফিসে। ১৯৮৬ সালে ‘ভগবান দাদা’ নামে একটি ছবি তৈরির সময়েই ঘটনাটা ঘটে।

এরপর এক অনুরাগী তাকে চিঠি দিয়ে এক বিশেষ অনুরোধ জানান। ঐ ভক্ত তাকে চিঠিতে লেখেন, তার পরবর্তী ছবিগুলির নাম ‘K’ দিয়ে রাখতে। তার সাথে কামচোর ছবির সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি। যদিও রাকেশ সেই কথা একেবারেই মানতে চাননি। তবে সবাইকে অবাক করে দিয়ে সেই বছর ‘ভগবান দাদা’ ফ্লপ হয়ে যায়‌। এবং অদ্ভুতভাবে তার পরবর্তী ছবি ‘খুদগরজ’ হয়ে যায় সুপারহিট। জানা যায় তারপর থেকেই নাকি নিজের পরিচালিত সব ছবিই যাতে এই অক্ষর দিয়ে নাম হয় সেদিকে বিশেষ নজর রাখেন তিনি।। কেরিয়ারের কমবেশি প্রায় সব ছবির নামই ‘K’ দিয়ে রাখতে শুরু করেন রাকেশ রোশন।

Avatar

Moumita

X