কর্মীদের ভুলের খেসারত দিল যাত্রীরা! কোটি টাকার সম্পত্তি নষ্ট মেট্রোর, বন্ধ হল পরিষেবাও

Kolkata Metro Railway Corporation

কর্মীদের ভুলের খেসারত দিল যাত্রীরা! কোটি টাকার সম্পত্তি নষ্ট মেট্রোর, বন্ধ হল পরিষেবাও

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সম্প্রতি কলকাতা মেট্রোর গ্রিন লাইন বা ইস্ট-ওয়েস্ট মেট্রো (Kolkata Metro East-West Metro) একদিনের জন্য পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়। সাধারণত রক্ষণাবেক্ষণ ও মেরামতির অজুহাত দেখানো হলেও, আসল কারণ ছিল কর্মীদের গাফিলতি ও পেশাদারী মনোভাবের অভাব। এই ঘটনায় ফলে রেল কর্তৃপক্ষের কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। একইসাথে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

কর্মীদের জেরে কোটি টাকার ক্ষতি কলকাতা মেট্রোর

২৫ এপ্রিল এসপ্ল্যানেড স্টেশনে ১০ টন ওজনের, ৩ মিটার লম্বা ও ২ মিটার চওড়া, ৩ হাজার কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছিলেন কিছু অফিসার ও ইঞ্জিনিয়ার। কিন্তু একাধিকবার চালু ও বন্ধ করার ফলে ওই ট্রান্সফর্মারটিই পুড়ে যায়। এতে কম করে ১ কোটি টাকার ক্ষতি হয় কলকাতা মেট্রো রেলের।

এরপর যাত্রীদের করের টাকা দিয়েই নতুন ট্রান্সফর্মার কিনে ২২ দিন পর সেটি পুনরায় বসানো হয়। কিন্তু এই সময়ে পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। রবিবার জরুরি প্রয়োজনে স্টেশনে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন, যার ফলে ক্ষোভ প্রকাশ করেন বহু নিত্যযাত্রীরা। অর্থাৎ কর্মীদের ভুলের খেসারত দিতে হল যাত্রীদেরই।

গাফিলতির জেরে আড়াই বছর ক্ষতি কয়েক কোটি

ইস্ট-ওয়েস্ট রুটের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে দায় এড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। বিগত আড়াই বছর ধরে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (KMRCL) এর ওপর দায় চাপিয়ে রাখা হয়েছে। এর জেরে শুধু ট্রান্সফর্মার নয়, আরও বহু মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হচ্ছে একাধিক  স্টেশনে, যার ফলে ক্ষতি কোটি কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে।

এদিকে এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে যাত্রী পরিষেবার জন্য ছাড়পত্র মিলেছে। তবুও, কিছু অজানা কারণে পরিষেবা চালু করা যাচ্ছে না। এতে যাত্রীরাও যেমন মেট্রোয় আরামদায়ক সফর থেকে বঞ্চিত হচ্ছেন তেমনি প্রতিদিন প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গ্রিন লাইন কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রো রুট হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটি শহরের পূর্ব ও পশ্চিম প্রান্তকে সংযুক্ত করবে। ফলে একদিকে যেমন যানজট কমবে তেমনি দ্রুত যাতায়াতের ফলে যাত্রীদের প্রতিদিন মূল্যবান কয়েক ঘন্টা সময় বাঁচবে। কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে এই ধরনের গাফিলতি ও অপেশাদারিত্ব ভবিষ্যতে আরও বড় সমস্যার জন্ম দিতে পারে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

সঙ্গে থাকুন ➥