Why Rs 456 getting deducted from bank accounts reason revealed

কেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হচ্ছে ৪৫৬ টাকা? এবার প্রকাশ্যে এল আসল কারণ

নিউজশর্ট ডেস্কঃ বিগত কিছুদিন যাবৎ অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই ৪৫৬ টাকা কেটে যাচ্ছে। কোনো নির্দিষ্ট একটি ব্যাঙ্ক নয়, প্রায় সমস্ত সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই কেটে যাচ্ছে টাকা। যেকারণে চিন্তায় পরে গিয়েছিলেন অনেকেই। তবে চিন্তার করো বিষয় নেই, কারণ যে উদ্দেশ্যে টাকা কাটা হয়েছে সেটা জানলে হয়তো খুশিই হবেন! আজকের প্রতিবেদনে এই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করা হল।

আসলে ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় বা জীবনবীমা করার কথা সকলেই ভেবে থাকেন। কিন্তু বহু দরিদ্র মানুষ আছেন যাদের কোনো জীবন বীমা নেই। সেই কারণে ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি জীবন বীমা প্রকল্পের সূচনা করেন। একটি হল প্রধানমন্ত্রী জীবন বীমা প্রকল্প ও অন্যটি হল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা প্রকল্প। দুই ক্ষেত্রেই সামান্য কিছু টাকা দিয়ে Life Insurance হয়ে যাবে সকলের।

এই দুই বীমা প্রকল্পের জন্যই ব্যাঙ্ক থেকেই বাৎসরিক একটা টাকা কাটা হয়। যদি আপনার অ্যাকাউন্টে  প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা করা থাকে তাহলে PMSBY নাম ১২ টাকা কাটা হবে। আর যদি আপনি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা  বা PMJJBY করে থাকেন তাহলে ৩৩০ টাকা কাটা হবে। তবে প্রাথমিক এই টাকার অঙ্কটা কিছুটা বেড়ে গিয়েছে। এবছর PMJJBY এর জন্য ৪৫৬ টাকা কাটা হচ্ছে। এই টাকা আপনার অ্যাকাউন্ট থেকেই কেটে সোজা কেন্দ্রীয় সরকারের দফতরে জমা হবে। কিন্তু এই বীমায় কি কি সুবিধা পাওয়া যাবে? চলুন দেখে নেওয়া যাক।

PMJJBY Benefits

আরও পড়ুনঃ মাত্র ১০০০ টাকাতেই মিলবে ১,০০,০০০ টাকার পেনশন! দেরি না করে আজই ইনভেস্ট করুন

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার সুবিধা (PMJJBY Benefits)

২০১৫ সালে প্রথম এই যোজনা চালু হয়। সেই সময় ৩৩০ টাকায় যে কোনো ভারতীয় নাগরিক যাঁর বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছে তিনি PMJJBY এ নাম নথিভুক্ত করতে পারেন। নাম নথিভুক্ত করার পর বয়স ৫৫ বছর হওয়া পর্যন্ত প্রতিবছর ৪৫৬ টাকা কাটা হবে। এরপর ওই ব্যক্তির বয়স ৫৫ হলে বীমাটি ম্যাচিওর হয়ে যাবে।

এই বীমার আবেদনকারী যদি কোনো দুর্ঘটনায় মারা যান তাহলে পরিবারকে বা তার নমিনিকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। তবে এই বীমা করার ৪৫ দিনের মধ্যেই যদি দুর্ঘটনার কারণে প্রাণ হারান আবেদনকারী সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা পাওয়া যাবে না।

প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার সুবিধা (PMSBY Benefits)

PMJJBY এর সাথেই চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা বা PMSBY। এই বীমার কেটে বাৎসরিক ১২টাকা কাটা হত, যেটা বর্তমানে বেড়ে ২০ টাকা হয়ে গিয়েছে। এক্ষেত্রে ১৮-৭০ বছর বয়সের যে কেউ আবেদন করতে পারবে। দুর্ঘটনার ফলে মৃত্যু হলে তার পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হবে। এছাড়াও যদি দুর্ঘটনার ফলে আংশিক প্রতিবন্দি হয়ে যান সেক্ষেত্রে ১ লক্ষ টাকা প্রদান করা হবে।

এই দুই বীমার টাকা কাটার সময় হল ১লা জুন থেকে ৩১শে মে। সেই কারণেই জুন মাস পড়তেই অ্যাকাউন্ট থেকে এই বীমার প্রিমিয়াম হিসাবে অটোমেটিক টাকা কাটা হচ্ছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট (https://jansuraksha.gov.in) এ ভিসিট করতে পারেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X