Papiya Paul

পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের পর এবার বিদ্যুৎ, বাড়তে পারে দাম, চিন্তায় সাধারণ মানুষ

এমনিতেই বাড়তে থাকা মূল্যবৃদ্ধির কারণে নাভিশ্বাস উঠে গেছে সাধারণ মানুষের। শুধুমাত্র পেট্রোল ডিজেল নয়, সর্বক্ষেত্রে মূল্য বাড়তে থাকা মানুষের চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার সেই কপালে চিন্তার ভাঁজ আরো কিছুটা বড় হতে পারে। জ্বালানি কয়লার ঘাটতির কারণে দেশের বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর পরিস্থিতি ও বেশ সংকটজনক হয়ে উঠেছে।

   

ভারতে কয়লা উৎপাদন হবার পাশাপাশি প্রচুর পরিমাণে কয়লা আমদানি হতে থাকে। এমতাবস্থায় আন্তর্জাতিক সংস্থাগুলি জ্বালানির দাম যদি বৃদ্ধি করে দেয় তবে কয়লা আমদানি করার জন্য অনেক বেশি টাকা খরচা করতে হবে বিদ্যুৎ উৎপাদনকরী সংস্থাগুলিকে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ মন্ত্রণালয় একটি নতুন নির্দেশনা জারি করেছে যার নাম অটোমেটিক পাস থ্রু মডেল। এই নির্দেশনা লাগু হলে আরো একবার কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনার এবং আমার মত সাধারন মানুষকে।

কিন্তু কেন? চলুন জেনে নেওয়া যাক। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন সংস্থা গুলির উপর স্বাভাবিকভাবেই খরচ বেড়ে যাবে। ভবিষ্যতে জ্বালানির দাম বেড়ে গেলে এই মডেল অনুযায়ী বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলিকে অতিরিক্ত দাম দিতে হবে। অদূর ভবিষ্যতে ইউনিট বিদ্যুতের দাম বাড়তে পারে, কারণ জ্বালানির দাম বেড়ে গেলে বিদ্যুৎ সংস্থাগুলিকে বিদ্যুতের দাম বাড়াতে হবে।

এই নির্দেশনা লাগু হলে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা গুলির লাভ হবে অবশ্যই কিন্তু বর্তমান পরিস্থিতিতে আরো কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে আপনার এবং আমার মত সাধারন মানুষকে। উল্লেখ্য, এর আগেও কয়লা ঘাটতির ফলে এক ডজন কম্পানি বিদ্যুৎ উৎপাদন করা বন্ধ করে দিয়েছিল কারণ তাদের কাছে কোনো বিকল্প ছিল না। তাই এবার বিকল্প সিদ্ধান্ত নেবার কথা আগে থেকেই ভেবে রেখেছে সরকার।