Papiya Paul

পুজোর মরশুমে মোটা টাকা রোজগার করতে চান! অল্প পুঁজিতে শুরু করুন এই ৫ ব্যবসা

নিউজশর্ট ডেস্কঃ সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এক কথায় এটি হচ্ছে উৎসবের মাসের শুরু। সাধারণত এই সময় থেকেই চলতে থাকে একের পর এক উৎসব। আর এই উৎসবের মরশুমেই একদিকে যেমন ব্যয়ের পরিমাণ বেড়ে যায় তেমনি উঠে আসে কিছু আয়ের সুযোগ। আর এই আয়ের সুযোগ উঠে আসে নানান ব্যবসা থেকে। হ্যাঁ ঠিকই শুনছেন! কাজের ফাঁকে এই উৎসবের মরশুমে ট্রাই করতেই পারেন এই ব্যবসাগুলি। এই ব্যবসা গুলির চাহিদা নবরাত্রী, দুর্গা পূজা থেকে শুরু করে থাকবে দিওয়ালি, ভাইফোঁটা পর্যন্ত। খুব অল্প টাকা বিনিয়োগেই আপনাকে ফেরত দেবে মোটা রিটার্ন। আসুন এই প্রতিবেদনে আমরা জেনে নেব এমনই পাঁচ বিজনেস আইডিয়া(Business Idea)।

   

১. ইলেকট্রিক লাইট :-
যে কোনো পুজোর জন্যই দরকার হয় এই ইলেকট্রিক লাইটের। গণেশ পূজো থেকে আলোর উৎসব দিওয়ালি পর্যন্ত সব উৎসবেই প্রয়োজন হয় এই লাইটের। এছাড়াও এই সময় অনেকেই বাড়ি সাজান বিভিন্ন লাইট দিয়ে। তাই এ সময় শুরু করতেই পারেন বিভিন্ন ধরনের লাইটের ব্যবসা। এই টুনি- রাইস বিভিন্ন লাইট উপস্থিত থাকে বাজারে। সফল হলে এই ব্যবসায় মোটা টাকা কামাতে পারবেন আপনিও।

২. ডেকোরেটিভ আইটেম:-
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব । তারপরেই আবার আলোর উৎসব দীপাবলি। আর এই উৎসবের মরশুমে অনেকেই নিজের বাড়ি ও অফিসকে সাজাতে ভালোবাসেন। সাজায় রঙিন ঝারবাতি তথা নানা রকমের ডেকরেটিভ জিনিস দিয়ে। ফলে এই সময় বিভিন্ন রকম ডেকোরেটিভ আইটেমের চাহিদা থাকে তুঙ্গে। তাই উৎসবের দিনগুলিতে এই ধরনের ব্যবসা করলে লাভের মুখ দেখবেন আপনি।

৩. জামা-কাপড়:-
পুজো মানেই নতুন জামা – কাপড় পরা। গরিব, ধনী সকলেই এই সময় নিজের নিজের সাধ্য অনুযায়ী কেনে নতুন জামা কাপড়। জামাকাপড়ের দোকানগুলিতে এই সময় থাকে ভিড়ের লম্বা লাইন। সেইজন্য এই জামা কাপড়ের ব্যবসা করেও মোটা টাকা ইনকাম করতে পারেন আপনি। বাড়িতে বসেই এই ব্যবসা করতে পারেন আপনি। প্রয়োজনে সাহায্য নিতে পারেন হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতন সোশ্যাল মিডিয়ারও।

৪. পুজো সামগ্রী :-
যে কোনো পুজোর জন্যই পূজা সামগ্রী এক অত্যাবশ্যকীয় উপাদান। দুর্গাপূজা হোক কিংবা কালীপুজো সবেতেই প্রয়োজন হয় এই পুজো সামগ্রী বা দশকর্মা ভান্ডারের। এই ব্যবসা যে কোন স্থান থেকেই নাম মাত্র বিনিয়োগে শুরু করতে পারেন আপনি। পার্ট টাইমে করলেও লাভ গুণে শেষ হবে না। এই ব্যবসা নুন্যতম ৫ থেকে ৭ হাজার টাকা বিনিয়োগ (Business Idea) করে শুরু করা যেতে পারে। পুজোর দিনগুলিতে এই ব্যবসা থেকে প্রত্যেকদিন দু থেকে তিন হাজার টাকা রোজগার হবে আপনার।

৫. মাটির প্রদীপ :-
বর্তমানে চীনা ইলেকট্রিক লাইটের পাশাপাশি ফের একবার বাড়ি সাজানোর কাজে সমানভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে মাটির প্রদীপ। পুজোতে তো বটেই, এমনিতেও অনেকেই মাটির তৈরি প্রদীপ জ্বালিয়ে বাড়ি সাজিয়ে তোলে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এখন বিভিন্ন ধরনের প্রদীপ তৈরি হচ্ছে। মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করেই এই মাটির প্রদীপের ব্যবসা শুরু করতে পারেন আপনি। অনলাইন এবং খোলা বাজারে এই ধরনের প্রদীপ বিক্রি করে মোটা অর্থ উপার্জন করতে পারেন আপনিও।