এসআইপি,SIP,মিউচুয়াল ফান্ড,Mutual Fund,সিক্রেট ফর্মুলা,Secret Formula,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

anita

SIP: মাত্র ২ হাজারের SIP করে হয়ে যাবেন ২ কোটি টাকার মালিক! কোটিপতি হওয়ার ফর্মুলা জানলেই কেল্লাফতে

নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে অর্থ উপার্জনের পাশাপাশি তা সঞ্চয় (Savings) করাও খুবই গুরুত্বপূর্ণ।বিশেষ করে অল্প বয়স থেকে টাকা জমানো শুরু করলে অবসর জীবনে আর টাকা পয়সার চিন্তা করার দরকার হয় না। ফলে বৃদ্ধ বয়সটা আরামেই কাটানো যায়। তবে, টাকার অঙ্ক ছোটো হলে অনেকে চিন্তায় পড়ে যান। এখানে বলে রাখি বিনিয়োগের (Investment) টাকার অঙ্কটা ছোট হওয়াটা কোনো সমস্যা নয়। আর এই কারণেই খুব অল্প পরিমাণ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যেতে পারে।

   

তাছাড়া সময়ের সাথে সাথে যদি এই বিনিয়োগের টাকার পরিমাণও অল্প অল্প করে বাড়ানো যায় তাহলেও কয়েক বছরের মধ্যেই এত টাকা সঞ্চয় হবে যা কেউ হয়তো কল্পনাও করতে পারবেন না। আজ আপনাদের জানাবো এমনই এক সিক্রেট (Secret) বিনিয়োগ ফর্মুলা (Formula)। যা মেনে চললে বৃদ্ধ বয়সে এসেও কোটি টাকার তহবিল জমা করা যেতে পারে এবং একটি শান্তির জীবন কাটানো যেতে পারে।

২৫/২/৫/৩৫-এর সূত্র

এই সূত্র মেনে দীর্ঘমেয়াদী বিনিয়োগ কৌশল অবলম্বন করতে হবে। এক্ষেত্রে SIP-এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করা যেতে পারে। তবে এই সূত্র অনুসারে,২৫ বছর বয়স থেকেই বিনিয়োগ করা শুরু করতে হবে।

SIP

এখানে ২-এর অর্থ হল আপনার কমপক্ষে ২ হাজার টাকার এসআইপি দিয়ে বিনিয়োগ শুরু করা করতে হবে। আর ৫-এর অর্থ প্রতি বছর এই বিনিয়োগের পরিমাণ ৫ শতাংশ বৃদ্ধি করতে হবে। আর ৩৫ বছর মানে ৩৫ বছর ধরে একটানা SIP চালিয়ে যাওয়া।

আরও পড়ুন: একজনের নামে কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায়? RBI-র এই নিয়ম না জানলে পড়বেন মুশকিলে

উদাহরণ হিসাবে বলা যেতে পারে এই ফর্মুলা মেনে কেউ যদি ২৫ বছর বয়স থেকেই ২ হাজার টাকা দিয়ে SIP শুরু করেন,তাহলে সেক্ষেত্রে প্রতি বছর ৫ শতাংশ করে বিনিয়োগের পরিমাণ বাড়াতে হবে। হিসাব অনুযায়ী SIP শুরু করার পরের বছর ২ হাজার টাকার ৫ শতাংশ বাড়ালে তা হবে মাত্র ১০০ টাকা, অর্থাৎ মোট ২১০০ টাকা।

SIP Vs Lumpsum

এইভাবে এক বছরের জন্য প্রতিমাসে টানা ২১০০ টাকার SIP চালাতে হবে। পরের বছর,আবার ২১০০ টাকার ৫% বৃদ্ধি করতে হবে অর্থাৎ প্রতি মাসে ১০৫ টাকা করে বাড়িয়ে এবং সারা বছরের জন্য ২২০৫ টাকার এসআইপি করতে হবে। এইভাবে প্রতি বছর ৫ শতাংশ করে টাকার পরিমাণ বাড়াতে হবে। এই বিনিয়োগ একটানা ৩৫ বছর পর্যন্ত চালিয়ে যেতে হবে। তবে গিয়ে ৩৫ বছর পর বিনিয়োগকারীর বয়স হবে ৬০ বছর। এবং এই বিনিয়োগ থেকেই অবসর জীবনে তার অ্যাকাউন্টে একটি মোটা অংকের টাকা জমা হবে।

কিভাবে ২ কোটি টাকার তহবিল তৈরী হবে?

এই ২৫/২/৫/৩৫ সূত্র মেনে কেউ যদি ৩৫ বছর ধরে বিনিয়োগ চালিয়ে যান, তাহলে SIP ক্যালকুলেটর অনুযায়ী তিনি মোট ২১৬৭২৮ টাকা বিনিয়োগ করবেন। এসআইপি-তে গড় রিটার্ন হিসাবে ১২ শতাংশ পাওয়া যায়।

এসআইপি,SIP,মিউচুয়াল ফান্ড,Mutual Fund,সিক্রেট ফর্মুলা,Secret Formula,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে এক্ষেত্রে, শুধুমাত্র বিনিয়োগের উপরেই ১,৭৭,৭১,৫৩২ টাকার সুদ পাওয়া যায়। এইভাবে বিনিয়োগ করা টাকার পরিমাণ এবং সুদ হিসাবে পাওয়া টাকার পরিমাণএক জায়গায় করা হবে তখন মোট টাকার পরিমাণ গিয়ে দাঁড়াবে ১,৯৯,৩৯,২২০ টাকা। এভাবেই এই বিশেষ সূত্র মেনে টাকা জমালে ৬০ বছর বয়সে মোট ২ কোটি টাকার মালিক হওয়া যাবে।