Women's Scheme

Papiya Paul

Women’s Scheme: মহিলাদের জন্য ৫ বিশেষ উপহার কেন্দ্রের, ঘরে বসেই মিলবে সুবিধা, শুধু করতে হবে এই কাজ!

নিউজশর্ট ডেস্কঃ দেশের মহিলাদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের(Central Government) তরফ থেকে একের পর এক প্রকল্প নিয়ে আসা হয়েছে। তবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার বললে ভুল হবে বিভিন্ন রাজ্যের সরকাররাও মহিলাদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করার জন্য প্রকল্প নিয়ে এসেছে। আজকের এই প্রতিবেদনে কেন্দ্রীয় সরকারের এমনই পাঁচটি প্রকল্পের বিস্তারিত আলোচনা করব। যাতে মহিলারা এই প্রকল্পের(Women’s Scheme) সুবিধা গ্রহণ করতে পারেন।

   

১) প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা: ২০১৬ সালের ১ মে উত্তরপ্রদেশের বালিয়া থেকে এই প্রকল্প চালু করেছিল মোদি সরকার। অর্থনৈতিকভাবে দরিদ্র মহিলাদের জন্যই গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করতে এই প্রকল্প চালু করা হয়। এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ওয়েবসাইটে www.pmuy.gov.in-এ গিয়ে নাম ও তথ্য নথিভুক্ত করতে পারেন। এই প্রকল্পের আওতায় সরকারের তরফ থেকে ভর্তুকি দেওয়া হয়। যে যে পরিবারের BPL কার্ড রয়েছে তারা প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

২) বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্প: কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রত্যেকটি রাজ্যে পঞ্চাশ হাজারেরও বেশি মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়ে থাকে। ২০ বছর বয়সে থেকে ৪০ বছর বয়সী পর্যন্ত মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। দেশের দরিদ্র মহিলাদের কর্মসংস্থানের জন্য এই প্রকল্পের সুবিধা মিলবে।

আরও পড়ুন: Central Government: এবার শুধু অতিরিক্ত খাটুনি নয়, ন্যূনতম মজুরি তুলে দিয়ে ‘লিভিং ওয়েজ’ চালু করছে সরকার

৩) সুকন্যা সমৃদ্ধি যোজনা: কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পটি ১০ বছরের কম বয়সী যে কোন শিশুকন্যার জন্য করা হয়েছে। এক্ষেত্রে ১০ বছর বয়সে যে কোন শিশুকন্যার বাবা অথবা মা যে কোন ব্যাংক এবং পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই অ্যাকাউন্টে প্রত্যেক বছর সর্বনিম্ন ২৫০ টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা দেওয়া যায়। আর কন্যার বয়স ২১ বছর পূর্ণ হওয়ার পরেই এই সমস্ত অর্থ রিটার্ন পাওয়া যায়। এখানে ৮% হারে সুদ দেওয়া হয়।

৪) সুরক্ষিত মাতৃত্ব আশ্বাস যোজনা: ২০১৯ সালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের অধীনে সরকার গর্ভবতী মহিলা এবং নবজাতক শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে থাকে। এর পাশাপাশি হাসপাতালে প্রশিক্ষিত নার্সদের তত্ত্বাবধানে মহিলাদের সন্তান প্রসব করানো হয়। এই প্রকল্প মূল উদ্দেশ্য হলো প্রসবের সময় যাতে মা এবং শিশুর স্বাস্থ্য শিক্ষা এবং তাদের মৃত্যু রোধ করা যায়।

৫) বেটি বাঁচাও বেটি পড়াও: এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নারীর ক্ষমতায়ন এবং মেয়েদের লিঙ্গ অনুপাতের হ্রাস রোধ করা। গার্হস্থ্য হিংসা প্রতিরোধ, মহিলাদের আইনি সুবিধা প্রদান ইত্যাদিও এই প্রকল্পের অধীনে পড়ে। যে কোন মহিলা যদি কোনরকম হিংসার শিকার হন তাহলে টোল ফ্রি নম্বর ১৮১- তে কল করে সাহায্য চাইতে পারেন।