Arijit

ক্রিকেটে এনেছিলেন বিশ্বকাপ, এখন দিনমজুরি করে কাটছে জীবন

যেকোন ক্রিকেটার যখন ক্রিকেট খেলা শুরু করেন তখন তার স্বপ্ন থাকে বিশ্বকাপ জয়। বিশ্বকাপ জয় যেকোন ক্রিকেটারের কাছে একটি বিরাট ব্যাপার। বিশ্বকাপ জয় ক্রিকেটারদের কাছে কেরিয়ারের সবথেকে বড় অর্জন বলে মনে করা হয়। কিন্তু সব ক্রিকেটারের জীবন এক হয় না। অনেক ক্রিকেটার বিশ্বকাপ না জিতেও অনেক সম্মান পায় আবার অনেকে দেশকে বিশ্বকাপ জিতিয়েও উপযুক্ত সম্মান পায় না। তেমনই একজন ক্রিকেটার হলেন ভারতীয় দৃষ্টিহীন দলের ক্রিকেটার নরেশ তুমদার।

   

2018 সালে ভারত যখন দৃষ্টিহীনদের বিশ্বকাপ জিতেছিল তখন সেই দলের সদস্য ছিলেন নরেশ তুমদার। শারজায় পাকিস্তান দলকে পরাজিত করে সেবার বিশ্বকাপ জিতেছিল ভারত।

ছোট থেকেই নরেশ একজন প্রতিভাবান ক্রিকেটার। দুর্দান্ত পারফরম্যান্স করে 2014 সালে গুজরাট দলে জায়গা করে নিয়েছিল নরেশ তুমদার। কঠোর পরিশ্রম করে অল্প কয়েক দিনের মধ্যেই ভারতীয় দলে জায়গা করে নেয় নরেশ। তারপর বিশ্বকাপ দলে জায়গা সুযোগ পায় এবং বিশ্বকাপ জিতে নরেশ। তবে এই মুহূর্তে নরেশের অবস্থা খুবই খারাপ। নরেশের কাঁধে রয়েছে তার পরিবারের পাঁচ সদস্যের দায়িত্ব। বারবার সরকারের কাছে সাহায্য চেয়েও কোন সুরাহা হয়নি নরেশের যার জেরে এই মুহূর্তে বাধ্য হয়ে দৈনিক 250 টাকা হাজরির দিনমজুরের কাজ করেন নরেশ।