Largest School

Largest School: ভারতেই রয়েছে বিশ্বের সবথেকে বড় স্কুল, কি নাম? কোথায় আছে এই স্কুল? উত্তর চমকে দেবে

নিউজশর্ট ডেস্ক: পৃথিবীতে এমন অনেক বিখ্যাত স্কুল রয়েছে, যেই স্কুলগুলোর পরিকাঠামো থেকে শুরু করে পড়াশোনার ধরন সমস্ত কিছু নিয়েই আলোচনা চলে। তবে বিশ্বের সবথেকে বড় স্কুল(Largest School) সম্পর্কে বহু মানুষই জানেন না। আর আপনারা জানলে অবাক হবেন বিশ্বের এই সবচেয়ে বড় স্কুলটি ভারতেই অবস্থিত। এই প্রতিবেদনে ভারতের সবচেয়ে বড় স্কুল সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো।

উত্তরপ্রদেশের রাজধানীর লখনৌতে এই বৃহত্তম স্কুলটি অবস্থিত। এই স্কুলটির নাম হল সিটি মন্তেসরি স্কুল(City Montessori School)। এখানে লখনৌ শহরের ২১ টি ক্যাম্পাস রয়েছে। ছাত্র সংখ্যা প্রায় ৬০ হাজারের বেশি। এখানে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট সাড়ে চার হাজার রয়েছেন। ১৯৫৯ সালে ড. জগদীশ গান্ধী এবং ডক্টর ভারতী গান্ধী মিলে মাত্র পাঁচ জন পড়ুয়া নিয়ে এই স্কুলটি চালু করেছিলেন। এটি একটি উচ্চমাধ্যমিক স্কুল। এখানে মোট চারটি বিভাগ রয়েছে, প্রি প্রাইমারি প্রাইমারি জুনিয়ার এবং সিনিয়র।

বিশ্বের সবচেয়ে বড় স্কুল হিসাবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড জায়গা পেয়েছে। এখানে সিএমএস পদ্ধতিতে পড়ানো হয়। যার ফলে শিশুদের বিকাশ, নৈতিক চরিত্র গঠন, দৃষ্টিভঙ্গি তৈরির উপর বিশেষ করে জোর দেওয়া হয়। এই স্কুলে পড়াশোনার পাশাপাশি শিল্প-সঙ্গীত, নৃত্য, নাটক, বিতর্ক, খেলাধুলা, জুনিয়র ইয়ুথ এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম ইত্যাদির মাধ্যমে শিশুদের বিকাশের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

আরও পড়ুন: Solar Panel: কমবে বিদ্যুৎ খরচ, বিনামূল্যে বাড়িতে লাগান সোলার প্যানেল, কিভাবে করবেন আবেদন?

এই স্কুলে প্রি প্রাইমারি বিভাগের শিশুদের মজা করে এমন ভাবে পড়াশুনা শেখানো হয় যাতে তারা আনন্দের সঙ্গে লেখাপড়া শিখতে পারে। শিক্ষার প্রতি শিশুদের ছোট থেকে এক ভালোবাসা তৈরি হয়। এর পাশাপাশি সামাজিক দক্ষতা, নৈতিক মূল্যবোধ এবং বিকাশ ঘটে থাকে। এখানে শিশুরা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে কঠোর পরিশ্রমী হয়। ভালো আচরণ এবং আত্ম শৃঙ্খলার গুণাবলী ও তাদের মধ্যে গড়ে ওঠে।

এই স্কুলে ১০০০ টির বেশি শ্রেণিকক্ষ রয়েছে ৩,৭০০ টি কম্পিউটার রয়েছে। ২০০৫ সালে গিনিস ওয়ার্ল্ড বুকে এই স্কুলটির নাম তুলেছে। এছাড়া তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা কর্তৃক HOPE OF HUMANITY করেও ভূষিত হয়েছে এই স্কুল। এখানে সেলিনা জেটলি বলিউড অভিনেত্রী, মডেল জিতের সিং এর মত বিখ্যাত তারকারা পড়াশোনা করেছেন। এই স্কুলের সাফল্যও সত্যি অবাক করবে।

Avatar

Papiya Paul

X