Rwitobroto Mukherjee

Moumita

পরনে পাঞ্জাবী, হাতে রয়েছে পুরস্কার, এই ছোট্ট খুদে টলিউডের ভবিষ্যৎ অভিনেতা, চিনতে পারলেন?

একগাল হাসি নিয়ে একটি প্রাইজ হাতে পোজ দিয়েছেন, কপালে ছোট কালো টিপ। পোজ দেওয়াটা যে তার রক্তে তা এই ছবি দেখলেই স্পষ্ট বোঝা যায়। ভালো করে দেখুন তো চিনতে পারেন কি না এই খুদেকে। এই খুদে আজকের দিনের এক অতি পরিচিত মুখ। টলিউডে (Tollywood) সিনেমা (Cinema) তো বটেই পাশাপাশি তিনি ব্যাপক নাম করেছেন ওয়েব সিরিজের দুনিয়াতেও (Web Series)।

   

আসলে অভিনয়টা তার রক্তে। ছোট থেকেই বাড়িতে অভিনয়ের চর্চা। তার বাবা টলিপাড়ার অতি পরিচিত মুখ। আর তাই অনেক ছোট থেকেই মঞ্চে অভিনয় করে এসেছেন তিনি। থিয়েটার থেকে শুরু করে এই ছোট্ট বয়সেই পৌঁছে গেছেন সেলুলয়েড থেকে ডিজিটাল দুনিয়ায়। এখন কি বুঝতে পারছেন, কার কথা বলা হচ্ছে?

আসলে সম্প্রতি নিজের ছোটবেলার একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন টলিউড অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই ভাইরাল হয়েছে এই ছবিটি। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “বাবার পুরস্কার,আমি হাতে নিয়ে, পাঞ্জাবি পরে, কেতা মেরে ঠিক আছে তো? ছবিটাও বাবাই তুলে দিয়েছে আর সাজিয়ে দিয়েছে মা।”

এই ছবি পোস্ট করে ঋতব্রত লিখেছেন, তাকে কি এখনও একইরকম দেখতে লাগে? অভিনেতার এই প্রশ্নের উত্তরও লিখেছেন অনেকে। এক ইউজার লিখেছেন, “হ্যাঁ, এখনও একই রকম দেখতে তোমায়।” অপর এক নেটিজেনের বক্তব্য, “কোনও পার্থক্য নেই। এখনও তোমায় একই রকম দেখতে।” বেশিরভাগ নেটিজেনদের বক্তব্য, তাকে নাকি ছোটবেলা থেকেই ভিষণ মিষ্টি দেখতে।

https://www.instagram.com/p/Cs6ipi7SaOh/?utm_source=ig_web_copy_link 

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ঋতব্রত পড়াশোনার পাশাপাশি সিনেমা, সিরিজ় নিয়ে ব্যস্ত। আর তার জীবনের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে নাটক তো রয়েইছে। তার বাবার কথা বললে, তিনি নিজেও একজন নামকরা অভিনেতা। তার নাম শান্তিলাল মুখোপাধ্যায়। এদিকে ঋতব্রতর কথা বললে, দিন কয়েক আগেই ‘সাবাশ ফেলুদা’ সিরিজে তোপসে চরিত্রে অভিনয় করেছেন ঋতব্রত।