Sourav Ganguly

Additiya

রণবীর নন, সৌরভের বায়োপিকে অভিনয় করবেন যশ! নুসরাতের দ্বিতীয় স্বামীর সঙ্গে দাদার ছবি ভাইরাল

বেশ কয়েকদিন ধরেই বলিউড (Bollywood) পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে খুব শীঘ্রই আসছে, সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিক। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মহারাজ নিজেই জানিয়েছিলেন এ কথা একেবারেই সত্যি। তবে বায়োপিকে তাঁর জায়গায় কাকে দেখা যাবে সে বিষয়ে মুখ খোলেননি বিশ্ববন্দিত এই ক্রিকেটার। আর এসবের মাঝেই এবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন যশ-নুসরত। আর এই সাক্ষাৎ নিয়ে শুরু হয়েছে বিস্তর জলঘোলা।

   

সৌরভ গাঙ্গুলী একবার নিজের মুখে জানিয়েছিলেন, নিজের বায়োপিকে রণবীর কাপুরকে দেখতে চান তিনি। আর সেই থেকেই দর্শকরা আশা করছিল হয়তো মহারাজের ইচ্ছেকে সম্মান জানাতে এই অভিনেতাকেই বেছে নেবেন নির্মাতারা। যদিও সে কথা নিজেই নস্যাৎ করে দেন অভিনেতা। তারপরেই জানা গিয়েছিল রণবীর নয়, দাদার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিপাড়ার আর এক জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানাকে।

যদিও এই জল্পনায় এখনও সিলমোহর দেয়নি নির্মাতারা। এসবের মাঝেই আর একধাপ এগিয়ে গেল জল্পনা। বুধবার মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে পৌঁছে গেলেন টলিউড অভিনেতা যশ দাসগুপ্ত। সঙ্গে ছিলেন নুসরত জাহান। হঠাৎ কেন তারা দাদার সঙ্গে সাক্ষাৎ করলেন সেই নিয়ে শুরু হয়েছে নয় গুঞ্জন।

বিনোদন,বলিউড,টলিউড,সৌরভ গাঙ্গুলী,যশ দাসগুপ্ত,নুসরত জাহান,Entertainment,Bollywood,Tollywood,Sourav Ganguly,Yash Dasgupta,Nushrat Jahan

বুধবার দিল্লি ক্যাপিটালসের অনুশীলন চলছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে। অনুশীলন শেষের দিকেই মাঠে দেখা গেল যশরতকে। প্রায় আধা ঘণ্টা ধরে দাদার সঙ্গে আলোচনা করলেন তারা। যদিও কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। যদিও সৌরভ গাঙ্গুলীর সঙ্গে তাঁদের এই সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহালমহল।

বিনোদন,বলিউড,টলিউড,সৌরভ গাঙ্গুলী,যশ দাসগুপ্ত,নুসরত জাহান,Entertainment,Bollywood,Tollywood,Sourav Ganguly,Yash Dasgupta,Nushrat Jahan

যদিও এক পক্ষের মতে, টলিউড জুটির সঙ্গে দাদার এই সাক্ষাৎ তাঁর বায়োপিক নিয়ে নাও হতে পারে। কারণ হিসেবে অনেকেই মনে করছেন, এদিন যশ-নুসরতের সঙ্গে ছিলেন বেসরকারি সংস্থার কর্ণধার।  বিজ্ঞাপনের শুটিং নিয়েও কথা হতে পারে সৌরভ গাঙ্গুলীর সাথে এমনটাই মনে করছে এক পক্ষ। যদিও আসল রহস্যের উদঘাটন এখন কেবল সময়ের অপেক্ষায়।