Yash Dasgupta

Moumita

‘এত ক্ষিদে কেন, এবার তো নতুনদের জায়গা ছাড়ুন’, প্রসেনজিৎ-কে তোপ দাগলেন অভিনেতা যশ

একজন হলেন টলিউডের (Tollywood) অন্যতম খ্যাতনামা তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং অপরজন ইন্ডাস্ট্রির উঠতি নায়ক যশ দাশগুপ্ত (Yash Dashgupta)। তবে প্রসেনজিৎ-র স্টারডমের কাছে ফিকে হয়ে যায় সকলের হিরোইজম। আর এহেন প্রসেনজিৎকে নিয়েই বড় মন্তব্য করলেন যশ।

   

যশের কথায়, নতুনদের সুযোগ দিতে এবার প্রসেনজিৎ-র নাকি একটু বসে যাওয়া উচিত। যদিও এই মন্তব্যটা তিনি এখন করেননি? বেশকিছু বছর আগে শাশ্বত চট্টোপাধ্যায়ের টক শো ‘অপুর সংসার’এ এসে এই বক্তব্য রাখেন যশ। তবে কী এমন হল যে প্রসেনজিৎকে নিয়ে এত বড় একটা কথা বলে ফেললেন যশ?

আসলে বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়ের এই টক-শোয়ের নানান ভিডিও ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন তারকারা উজাড় করে দিচ্ছেন তাদের মনের কথা। আর সম্প্রতি প্রকাশ্যে এসেছে যশ দাশগুপ্তের ইন্টারভিউ।

টলিউড,বিনোদন,গসিপ,যশ দাশগুপ্ত,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,অপুর সংসার,শাশ্বত চট্টোপাধ্যায়,বিতর্ক,Tollywood,Entertainment,Gossip,Prosenjit Chatterjee,Yash Dasgupta,Saswata Chatterjee,Controversy,Apur Songsar

যদিও এই ভিডিওটা যে সময়কার তখন তার এতটাও নামডাক হয়নি। বিয়েও হয়নি নুসরাতের সাথে। সদ্য সদ্য পাস রেখেছেন ইন্ডাস্ট্রিতে। আলাপচারিতার সময় নুসরাতের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, নুসরাত সকলকে নিজের বনু নয়তো ভালো বন্ধু বলে থাকেন।

তাই তিনি নুসরাতকে জিজ্ঞেস করতে চান যে, এমন কি কেউ রয়েছেন যিনি নুসরাতের ভালো বন্ধু নন? যশের এই প্রশ্ন বেশ ইন্টারেস্টিং লেগেছিল খোদ সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়েরও। যদিও এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। সেই নুসরাতকেই বিয়ে করেছেন যশ। এক ছেলেও রয়েছে তাদের।

টলিউড,বিনোদন,গসিপ,যশ দাশগুপ্ত,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,অপুর সংসার,শাশ্বত চট্টোপাধ্যায়,বিতর্ক,Tollywood,Entertainment,Gossip,Prosenjit Chatterjee,Yash Dasgupta,Saswata Chatterjee,Controversy,Apur Songsar

এদিকে প্রসেনজিৎ-র কথা জিজ্ঞেস করা হলে যশ বলেন, ৩৫০ এর উপর সিনেমায় অভিনয় করার পরেও প্রসেনজিৎ-র এত খিদে কেন? অভিনেতার আর্জি ছিল, এবার ওনার কিছুদিন বসে যাওয়া উচিত। এবং যশের মত নতুন নায়কদের অভিনয়ের সুযোগ দেওয়া উচিত প্রসেনজিৎ-র। যদিও সেসব এখন অতীত। সেইসমযকার নবাগত যশের নামডাক এখন সারা রাজ্যে।