টলিউড,বিনোদন,আসন্ন ছবি,চিনে বাদাম,যশ দাশগুপ্ত,রানা সরকার,এনা সাহা,Tollywood,Entertainment,Upcoming Movie,Chine Badam,Yash Dashgupta,Rana Sarkar,Ena Saha

Moumita

‘টাকা পেয়ে গিয়েছি আর কী চাই, এবার প্রোডিউসার মরুক’, যশের ট্যুইটের পাল্টা জবাব প্রযোজক রানা সরকারের

মুক্তির মাত্র পাঁচ দিন বাকি, জোরকদমে চলছে প্রচার এমতাবস্থায় একটা ট্যুইট যেন ওলটপালট করে দিলো সবকিছু‌। যে ছবির প্রচারে নিজের সবটুকু উজাড় করে দিয়েছে প্রযোজক তথা নায়িকা এনা সাহা (Ena Saha) এবং পরিচালক শিলাদিত্য মৌলিক (Shiladitya Maullik), সেই ছবি মুক্তির ঠিক পাঁচ দিন আগে ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন স্বয়ং নায়ক যশ দাশগুপ্ত (Yash Dashgupta)। এমতাবস্থায় টলিপাড়ায় জল্পনা এখন তুঙ্গে। কী এমন হলো তার জন্য ছবির নায়ক খোদ ছবি থেকে হাত তুলে নিলো। ঘটনা প্রকাশ্যে আসতেই যশ’কে উদ্দেশ্য করে সোজাসুজিই কটাক্ষের তীর ছুড়ে দিলেন টলিউড প্রযোজক রানা সরকার (Rana Sarkar)।
টলিউড,বিনোদন,আসন্ন ছবি,চিনে বাদাম,যশ দাশগুপ্ত,রানা সরকার,এনা সাহা,Tollywood,Entertainment,Upcoming Movie,Chine Badam,Yash Dashgupta,Rana Sarkar,Ena Saha

   

বেশকিছুদিন ধরেই টলিপাড়ার নায়ক-নায়িকাদের মুখে একটা কথা শোনা যায়, ‘বাংলা ছবির পাশে দাঁড়ান’। সে কথাকে পয়েন্ট করেই রানা প্রশ্ন করেন, এই কি বাংলা ছবির পাশে দাঁড়ানোর নমুনা? শুধু তাই নয় তিনি পাল্টা ট্যুইট করে লেখেন, ‘টাকা পেয়ে গিয়েছি আর কী চাই, এবার প্রোডিউসার মরুক।’ এর সাথে সাথে তিনি এও জানান, সমস্ত রকমভাবে এনার পাশে রয়েছেন তিনি‌। উল্লেখ্য, এর আগেও বিভিন্ন বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন রানা সরকার। সম্প্রতি অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে তার মন্তব্য চরম শোরগোল ফেলেছিলো নেট মাধ্যমে।

রানার এই ট্যুইটের পর তাকে জিজ্ঞেস করা হয় এইভাবে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে ইন্ডাস্ট্রিতে শত্রু বাড়ছেনা তো? উত্তরে রানা স্পষ্ট জানায় “ইন্ডাস্ট্রিতে শত্রু, বন্ধু করে কী হবে? কেজিএফ-এর এক জন যশ আছে, আমাদেরও এক জন যশ আছে। এই ঘটনাই বলে দেয় আমরা কেন পিছিয়ে পড়েছি। প্রতিভা আছে বলে যাঁদের নিয়ে আমরা মাতামাতি করি, তাঁরা অভিনয় করতে পারেন না। তাঁদের কোনও দর্শক নেই। অথচ তাঁদের টালবাহানা প্রযোজকদের সহ্য করতে হয়। এর তো প্রতিবাদ তো হওয়া দরকার।” এর সাথে আরও বলেন, “যশ কিংবা বাকিরা নিজেদের বিরাট নায়ক ভাবতে পারে। কিন্তু তাঁদের অভিনয় দর্শকরা দেখতে আসেন না। তা হলে তাঁদের এমন বাহানা কেন আমরা সহ্য করব?”

প্রসঙ্গত, যশের ট্যুইটে লেখা ছিলো, “প্রযোজনা সংস্থা, জারেক এন্টারটেইনমেন্ট এবং আমার পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে সৃজনশীল পার্থক্যের কারণে, আমি ‘চিনে বাদাম’ প্রোজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আর কোনও ভাবেই এই ছবির সঙ্গে যুক্ত থাকতে চাই না। তবে শ্যুটিং এবং পোস্ট প্রোডাকশনের সময় আমি আমার মনপ্রাণ দিয়ে কাজ করেছি এই ছবিতে এবং সেটি নষ্ট হোক, তা চাই না। নির্মাতাদের জন্য আমার তরফ থেকে শুভ কামনা রইল। নির্মাতাদের সঙ্গে ঠিক কী কারণে এই সমস্যা, তা এখনই না প্রকাশ করলেও, যশ লেখেন, “পরিস্থিতি যদি দাবি করে, তবে কারণগুলি প্রকাশ করতে আমি বাধ্য হব।”

যশ’কে নিয়ে রানা কখনও ছবি তৈরি করতে চাইবেন কি না জিজ্ঞেস করা হলে উত্তরে জানান, “এক বার ভেবেছিলাম। কিন্তু যশ যে পারিশ্রমিক চেয়েছিলেন, তা আমার মনে হয়েছিল ওঁর বাজারদরের তুলনায় অনেকটা বেশি।”