পুজোর আগেই বাম্পার অফার হলুদ ট্যাক্সির, মাত্র ৭৪ টাকায় ঘুরে বেড়ান এদিক সেদিক!

নিউজশর্ট ডেস্কঃ কলকাতার(Kolkata) অন্যতম ঐতিহ্য হলুদ ট্যাক্সি। কিন্তু বর্তমানে ওলা , উবের-এর মতন ক্যাব গাড়ির দাপটে যেন ইতিহাস হতে বসেছে এই হলুদ ট্যাক্সি (Yellow Taxi) । তবে প্রতিযোগিতার, এই বাজারে হলুদ ট্যাক্সি হারিয়ে যাওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ। যাত্রী প্রত্যাখ্যান থেকে দীর্ঘ সময় অপেক্ষা, বেশি ভাড়া থেকে যাত্রীদের সাথে অভব্য আচরণ এই সব নানান কারণের জন্যই আজ হলুদ ট্যাক্সির এই দশা।

তবে এবারে এই বিষয়েই পথ দেখাল রাজ্য সরকার। এদিন রাজ্য সরকারের পরিবহন দপ্তরের তরফে চালু করা হল বিশেষ যাত্রী সাথী (Yatri Sathi) অ্যাপ। জানা যাচ্ছে, এখন থেকে এই অ্যাপসের মাধ্যমেই আপনি বুক করতে পারবেন হলুদ ট্যাক্সি। এর ফলে আপনাকে আর লাইনে দাঁড়িয়ে করতে হবে না অপেক্ষা। পাশাপাশি সইতে হবে না চালকদের অভব্য আচরণও। এর সাহায্যে সহজেই যেকোন স্থান থেকে আপনি বুক করতে পারবেন হলুদ ট্যাক্সি।

স্বাভাবিকভাবে, চালু হবার পর থেকেই নিমেষে জনপ্রিয়তা বাড়ে এই অ্যাপসের। তবে এটিকে মানুষের সামনে আরও জনপ্রিয় করতে এবারে এক বিশেষ অফার দিলো রাজ্য সরকার। এই অফার অনুযায়ী, মাত্র ৭৪ টাকার বিনিমযয়েই আপনি পৌঁছে পারবেন যেকোন স্থানে। তা সে যত কিলোমিটারই হোক না কেন। তবে এর রয়েছে বিশেষ একটি শর্ত, সেটি হল একমাত্র প্রথমবার ব্যবহারের ক্ষেত্রেই এই অফার পাবেন যাত্রীরা। তবে অনেকেরই প্রশ্ন কোথায় পাবেন এই অ্যাপস? কিভাবেই বা সুবিধা নেবেন এই বিশেষ অফারের ? আসুন এবারে জেনে নেওয়া যাক এর পদ্ধতি।

প্রথমেই আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। সেখান থেকে ডাউনলোড করতে হবে যাত্রীসাথী (Yatri Sathi) অ্যাপস। এরপর সেখানে নিজের মোবাইল নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে হবে। সবশেষে নিজের নাম এবং লিঙ্গ দেওয়ার পরই শেষ হবে আপনার কাজ। এরপর সহজেই নিজের লোকেশন দিয়ে গাড়ি বুক করতে পারবেন আপনি। তাই দেরি না করে আজই ডাউনলোড করুন এই অ্যাপস আর শহর ঘুরুন এই ঐতিহ্যশালী গাড়ি করে।

Papiya Paul

X