Business Idea

Papiya Paul

Business Idea: ৯ টা-৫ টার ডিউটি ছাড়ুন, এইভাবে মাত্র ১ লাখ পুঁজিতে ইনকাম হবে ১ কোটি টাকা!

নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষ চাকরির তুলনায় এখন ব্যবসা(Business) করে অর্থ উপার্জন করতে চাইছেন। রোজ একঘেয়ে ন’টা পাঁচটায় ডিউটি, তার ওপর অফিসে অতিরিক্ত কাজের চাপ, ক্লান্তি এসবের কারণে কিছুতেই চাকরি করে মনের শান্তি আসে না। নতুন কিছু করে অর্থ উপার্জন করতে চাইছেন বহু মানুষ। আপনিও যদি সেরকম কিছু করার চিন্তাভাবনা করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল আপনার জন্য।

   

এই ব্যবসা করে আপনি মোটা টাকা রোজগার করতে পারবেন। আপনার কাছে যদি জমি থাকে তাহলে খুব সহজেই এই ব্যবসা শুরু করতে পারবেন। আর জমি না থাকলে সেক্ষেত্রে ভাড়া নিয়েও ব্যবসা করা যাবে। মেহগনি গাছের ব্যবসা(Mahogany Tree Business Idea) করে মোটা টাকা রোজগার করা সম্ভব হয়।

বর্তমানে বাজারে এক মিটার মেহগনি গাছ ২০০০ টাকা হিসেবে বিক্রি হচ্ছে। ভবিষ্যতে এই দাম আরো অনেক বাড়বে। একটি গাছের দাম প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। আরো ১৫ বছর পর এই দাম বহুগুণ বেড়ে যাবে। আপনি যদি এখন জমিতে ১০০ টি মেহগনি গাছ লাগিয়ে রাখতে পারেন তাহলে ১৫ বছর পর কোটি টাকা রোজগার করা সম্ভব হবে। চলুন এ সম্পর্কে আরো বিস্তারিত আপনাদেরকে জানানো যাক।

আরও পড়ুন: Unique Business Idea: ছাড়ুন চাকরির চিন্তা, এই সংস্থার সঙ্গে কাজ করলে মাসে ইনকাম ৫০ হাজারের বেশি!

ধরুন, আপনি যদি এক একর জমিতে মেহগনি গাছের বীজ লাগান। তাহলে সঠিক দূরত্ব বজায় রাখলে এই জমিতে এক হাজারটি পর্যন্ত মেহগনি গাছ লাগানো যাবে।এরপরে ১০ থেকে ১৫ বছর অপেক্ষা করতে হবে। কখন গাছগুলো বড় হবে তখন এই ১০০০টা গাছ থেকে ২০ হাজার কিউবিক ফিট কাঠ পাওয়া যাবে। ১ কিউবিক ফিট কাঠের দাম কমপক্ষে ৫০০ টাকা হলে ২০ হাজার কিউবিক ফিট কাঠের দাম প্রায় এক কোটি টাকার সমান হয়ে যাবে।

মনে রাখবেন, এই গাছ লাগানো থেকে গাছ পরিচর্যার ক্ষেত্রে আপনার এক লাখ টাকা কিংবা তার একটু বেশি খরচ হতে পারে। তবে এই টাকা খরচ করে আপনি অপেক্ষা করলে কয়েক বছর পরেই কোটি টাকার মালিক হয়ে যাবেন। এই কাজ করার পরও আপনি চাকরির কাজেও করতে পারেন কিংবা অন্য কোন ব্যবসাতেও মন দিতে পারেন।