Strawberry Farming: চাকরির চিন্তা ভুলে শুরু করুন স্ট্রবেরির চাষ, অল্প দিনেই ইনকাম হবে মুঠো মুঠো টাকা

নিউজশর্ট ডেস্কঃ এখন শুধুমাত্র চাকরির আশায় বসে থাকেন না সাধারণ মানুষ। চাকরি ছাড়াও অনেকে ছোটোখাটো ব্যবসা করছেন। কেউ আবার ব্যবসা ছাড়াও চাষ করেও মোটা টাকা উপার্জন(Money Making Tips) রোজগার করছেন। এক্ষেত্রে নিজের বাড়িতে কিংবা অন্য কোথাও কিছুটা চাষযোগ্য জমি থাকলে খুব সহজে সেখানে চাষ করা যায়।

এক্ষেত্রে স্ট্রবেরি চাষ(Strawberry Farming) করেও মোটা টাকা উপার্জন করা যাবে। আজকের এই প্রতিবেদনে কিভাবে স্ট্রবেরি চাষ করে মোটা টাকা উপার্জন করা যায় সেই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। বাংলাতে কার্তিক ও অগ্রহায়ন মাসে এই স্ট্রবেরি রোপন করা হয়। আর এই গাছের ফল পাওয়া যায় চৈত্রের মাঝামাঝি পর্যন্ত।

তবে স্ট্রবেরী যেহেতু একটি দামি ও পুষ্টিকর ফল তাই এই ফলের চাহিদা সারা বছরই থাকে। এই স্ট্রবেরি নাতিশীতোষ্ণ অঞ্চলের একটি মিষ্টি ফল। যেকোনো নার্সারি থেকে আপনি ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে ভালো মানের স্ট্রবেরি চারা কিনতে পারেন। এই গাছের চাষ করার জন্য বড় জায়গা লাগবে না। মাঝারি সাইজের টব নিয়ে কিংবা ৫ লিটারের প্লাস্টিকের বোতল কেটেও তার মধ্যে চারা লাগাতে পারেন।

আরও পড়ুন: Rose Plant: এই একটি সবজিতেই বাজিমাত, মাত্র এক মাসেই টবে ভরে উঠবে গোছা গোছা গোলাপ

বাড়ির উঠোনে কিংবা ছাদ বাগানেও এই স্ট্রবেরি চাষ করা যেতে পারে। মনে রাখবেন, স্ট্রবেরি চাষের জন্য রোদ এবং শিশির দুটোই ভীষণ দরকার। ফুল থেকে ফল হওয়ার পরে ফল কোনভাবেই মাটির স্পর্শ যাতে না করে সেই দিকে খেয়াল রাখতে হবে।কারণ মাটি স্পর্শ করলে সেই ফল পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সেই কারণে গাছের ফুলের নিচের অংশে খড় দিয়ে দেওয়ার দরকার। একটু বেশি পরিচর্যা এবং যত্নের মধ্যে রাখলে আপনার বাগানেও স্ট্রবেরি গাছ ভরে উঠবে এবং সেই স্ট্রবেরি বাজারে বিক্রি করে ভালো টাকা রোজগার করতে পারবেন।

Avatar

Papiya Paul

X