সামান্য বিনিয়োগ করে আজই শুরু করুন এই কুরিয়ারের ব্যবসা, মাসের শেষে পকেটে আসবে মুঠো মুঠো টাকা

নিউজশর্ট ডেস্কঃ চাকরির পাশাপাশি বাড়িতে বসে ব্যবসা(Business) শুরু করতে চাইছেন? কিন্তু পুঁজি কম থাকায় কিছুতেই এই নতুন উদ্যোগে এগোতে পারছেন না? তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। সব ব্যবসার ক্ষেত্রে প্রচুর টাকা বিনিয়োগ করতে হয় এই ধারণা একেবারেই ভুল। কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে যেমন একদম অল্প বিনিয়োগ করলে ব্যবসা শুরু করা যায়। তেমনি আবার কিছু ব্যবসার ক্ষেত্রে পুঁজির প্রয়োজন হয় না।

এই প্রতিবেদনে আজকে নতুন এক ব্যবসার(Business Idea) সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব, যেই ব্যবসা করে আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। এই মুহূর্তে চিকিৎসা সামগ্রীর পণ্য ডেলিভারির ব্যবসা খুব জনপ্রিয় হয়ে উঠছে। কারণ এই ব্যবসাতে লাভের পরিমাণ অনেকটাই বেশি থাকে। খুব অল্প খরচের মাধ্যমে মেডিকেল কুরিয়ারের ব্যবসা(Medical Courier Service Business) শুরু করা যেতে পারে। এক্ষেত্রে আপনার গ্রাহক কারা সেই বিষয়ে আগে বেশি ফোকাস রাখতে হবে।

মনে রাখবেন, শুধুমাত্র হাসপাতাল এবং ওষুধের দোকানগুলোতে এখন ওষুধ এবং চিকিৎসা সামগ্রী পরিষেবা প্রদান করা হয় না। এর পাশাপাশি বহু মানুষ অনলাইনে চিকিৎসা সামগ্রী বাড়িতে অর্ডার করেন। এই ধরনের গ্রাহকদের পরিষেবা দিতে বর্তমানে আলাদা করে এক ব্যবসা তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান সময়ে ই-কমার্স-এর ব্যাপক উন্নতি ঘটেছে। আর তাই মানুষেরা অনলাইন অর্ডারের ওপরে বেশি নির্ভরতা বাড়াচ্ছেন।

রিসার্চ বলছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে মেডিকেল কুরিয়ার সার্ভিসের ব্যবসা ৯৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছে যেতে পারে। তবে একটা জিনিস সব সময় মনে রাখবেন একদম নিরাপদ এবং সঠিকভাবে মেডিকেলের যাবতীয় পণ্যগুলো বন্টনের ক্ষেত্রে মেডিকেল কুরিয়ার সংস্থাগুলোর বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়। এমনকি বিভিন্ন সার্টিফিকেট দরকার হয়। এই ব্যবসা শুরু করার ক্ষেত্রে কতটা পুঁজির প্রয়োজন হতে পারে। মেডিকেল কুরিয়ার ব্যবসা শুরুর ক্ষেত্রে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হতে পারে।

এই অর্থের বেশিরভাগটাই সফটওয়্যার, ওয়েবসাইট, প্রচার এবং বিভিন্ন সার্টিফিকেট এর জন্য লাগবে। আপনার যদি গাড়ি থাকে তাহলে এক্ষেত্রে খরচ কিছুটা কমবে। গাড়ি না থাকলে ভাড়া গাড়ি করে আপনি ব্যবসা শুরু করতে পারেন। গবেষণা বলছে মেডিকেল কুরিয়ার সার্ভিসের ব্যবসার ক্ষেত্রে বছরে কয়েক কোটি টাকা উপার্জন করা সম্ভব হয়। তবে সমস্ত কিছুই অত্যন্ত গুছিয়ে করতে হবে।

Papiya Paul

X