নিউজশর্ট ডেস্কঃ নিজের কষ্ট করে অর্জন করা অর্থ প্রত্যেকেই সঞ্চয়(Savings) করতে চান। এই সঞ্চিত অর্থ নিরাপদ জায়গাতেও রাখতে চান সকলে। নিরাপদ স্থান বলতে ব্যাংক(Bank) এবং পোস্ট অফিসকে(Post Office) বোঝায়। পোস্ট অফিসে অনেক রকমেরই স্কিম(Post Office Scheme) চালু থাকে। যা আপনার অর্থ বৃদ্ধি করতে সাহায্য করে।
এমনই এক লাভজনক স্কিম চালু হয়েছে পোস্ট অফিসে। এই স্কিমে কোনরকম ঝুঁকি ছাড়াই আপনি আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখতে পারেন। আপনি প্রতিমাসে অর্থ বিনিয়োগ করে সেখান থেকে সুদের সুবিধাও নিতে পারেন।
এই স্কিমে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। এতে আপনার সুদের হার থাকবে ৬.৬ শতাংশ। আপনার বয়স ১০ বছরের বেশি হলে আপনি এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। আর ১০ বছরের কম হলে সে ক্ষেত্রে শিশুর পিতা মাতা অ্যাকাউন্ট খুলতে পারেন। এক্ষেত্রে যদি আপনি যদি ২ লক্ষ টাকা ৫ বছরের জন্য জমা করেন।
তাহলে প্রতি মাসে আপনি ১১০০ টাকা করে সুদ পাবেন। এই টাকা ৫ বছর পর হয়ে দাঁড়াবে ৬৬ হাজার টাকা আর শেষে আপনি ২ লক্ষ টাকাও ফেরত পাবেন। এই অ্যাকাউন্ট আপনি একক হিসেবে বা দুইজন প্রাপ্তবয়স্কদের সাথে মিলে যৌথ অ্যাকাউন্ট হিসেবেও খুলতে পারেন। আপনার সন্তানের স্কুলের প্রত্যেক মাসের খরচ এই সুদের টাকা দিয়েই মিটে যাবে। আপনি যদি এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চান তাহলে খুব শীঘ্রই যোগাযোগ করতে পারেন আপনার নিকটবর্তী পোস্ট অফিসে।