Papiya Paul

মাত্র ২০ হাজার টাকা বিনিয়োগ শুরু করুন এই ঝাক্কাস ব্যবসা, মাসে মাসে কামাবেন লাখ লাখ টাকা

নিউজশর্ট ডেস্কঃ চাকরির পাশাপাশি ব্যবসা(Business) করে নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করতে চাইছেন! তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। অল্প কিছু টাকা বিনিয়োগ করেই আপনি এই ব্যবসা(Business Idea) শুরু করতে পারেন। আপনি যদি পোষ্য ভালোবেসে থাকেন, এই ব্যবসা করেই প্রচুর টাকা ইনকাম(Huge Income) করতে পারবেন। এই ব্যবসা বা উদ্যোগ পরবর্তীকালে আরো বৃদ্ধি পেতে পারে।

   

যারা পোষ্য ভালবাসেন, ভালো মতই জানেন যে এদের জন্য পুষ্টি ঠিক কতটা প্রয়োজন। এদের খাবার নিয়ে যদি ব্যবসা করতে পারেন প্রচুর টাকা কামাতে পারবেন। যারা বাড়িতে পোষ্য রাখেন, তাদের এই প্রাণীদের প্রতি একটি আলাদাই ভালোবাসা এবং গভীর স্নেহ কাজ করে। ওদের কিসে ভালো হবে কি খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকবে সমস্ত দিকেই নজর থাকে মালিকদের। বিশেষ করে কুকুর এবং বিড়ালের মত প্রাণীদের বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য পুষ্টিকর খাদ্যের সন্ধান রাখেন পোষ্যর মালিকেরা।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এক্ষেত্রে খুব বড় মূলধনের প্রয়োজন হয় না। আপনি ছোট আকারে খাদ্য নিয়ে ব্যবসা করতে চাইলে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ করেও ব্যবসা শুরু করতে পারেন। পরবর্তীকালে সুযোগ বুঝে অর্থ বিনিয়োগের পরিমাণ বাড়াতে হবে। তবে মনে রাখতে হবে এই উদ্যোগ শুরুর আগে আপনাকে একটি রেজিস্টার করতে হবে। পোষ্য প্রাণীর খাদ্যের গুণমান নিশ্চিত করার জন্য ISO Certification প্রয়োজন হবে।

এছাড়া জিএসটি নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় অনুমতিগুলো আপনাকে নিয়ে রাখতে হবে। এই ব্যবসা অনলাইন এবং অফলাইন দুদিকেই নিয়ে যেতে পারবেন। এই ব্যবসা করে আপনি প্রাথমিকভাবে মাসে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। পরবর্তীকালে ব্যবসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার উপার্জন ও আরো বাড়বে।