you can travel independence day long day trip

Papiya Paul

কাঞ্চনজঙ্ঘার ভিউ, নদীর গর্জন, স্বাধীনতা দিবসের উইকেন্ডে পরিবারকে নিয়ে ঘুরে আসুন নর্থবেঙ্গল

নিউজশর্ট ডেস্কঃ কাজের চাপে ভীষণ ক্লান্ত। বহুদিন ছুটি পেয়ে ঘুরতে যাওয়া হয়নি। এবার সামনের ছুটিতে অবশ্যই সময় বার করে ঘুরে নিন। স্বাধীনতা দিবসের লং উইকন্ডে(Independence Day  উত্তরবঙ্গের(North Bengal) পাহাড়ে পরিবারকে নিয়ে ঘুরতে চলে যেতে পারেন। উত্তরবঙ্গে যেকোনো অফবিট ডেস্টিনেশন থেকে মন চাইলেই ঘুরে আসতে পারেন আপনি। এর সাথে শৈলরানী দার্জিলিং(Darjeeling) তো অপশনে থাকছে। আপনি যদি অফিসে সোমবারের ছুটিটা ম্যানেজ করতে পারেন তাহলে একটানা চারদিন ঘুরতে যেতে পারবেন।

   

কাঞ্চনজঙ্ঘার ভিউ, চারিদিকে চা বাগান, কমলালেবুর বাগান, লেপচা জগৎ এই মনোরম পরিবেশে মন মুগ্ধ হয়ে যাবে আপনার। পাহাড়ের অপূর্ব সৌন্দর্যে মনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। এখন কয়দিন মনের সব চিন্তা-ভাবনা দূর করে পরিবেশে নিজেকে বিলীন করে রাখতেই পারেন। কিভাবে প্লানিং করলে এই চারদিনে দুর্দান্তভাবে ঘুরতে পারবেন সে আলোচনা আজকের প্রতিবেদনে করা হলো।

এবার ১৫ ই আগস্ট পড়েছে মঙ্গলবার অর্থাৎ ১২ ই আগস্ট শনিবার এবং ১৩ই আগস্ট রবিবার। তাই ১৪ আগস্ট-এর ছুটিটা অফিস থেকে ম্যানেজ করতে পারলেই টানা চার দিন ঘুরতে পারবেন। এক্ষেত্রে আপনি শুক্রবার অফিস থেকে ফিরে রাতে উত্তরবঙ্গগামী ট্রেনে চড়ে বসুন। পরেরদিন সকালবেলায় উত্তরবঙ্গে পৌঁছে যাবেন। তারপর সোমবার রাতে ফিরে আসুন।

এক্ষেত্রে আপনি যদি দার্জিলিঙে যেতে চান তাহলে ঘুম মনাস্ট্রি, ঘুম রেলওয়ে স্টেশন, বাতাসিয়া লুপ, তেনজিং রক, গম্বু রক, রোপওয়ে,রঙ্গিত ভ্যালি টি এস্টেট, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক (চিড়িয়াখানা), বেঙ্গল ন্যাচরাল হিস্ট্র্রি মিউজিয়াম, হিমালয়ান মাউন্টেরিং ইনস্টিটিউট, পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল এগুলি ঘুরে দেখতেই পারেন।

এর সাথেই অসাধারণ সুন্দর জায়গা রংজু ভ্যালিতে ঘুরে নিতে পারেন। তাহলে আর সময় নষ্ট না করে চটজলদি নিজের প্ল্যানিংটা সেরে ফেলুন।