you can travel mini dooars near kolkata for one day tour

আর যেতে হবে না উত্তরবঙ্গে, একদিনের ছুটিতে ঘুরে আসুন কলকাতার কাছের ‘মিনি ডুয়ার্স’ থেকে

নিউজশর্ট ডেস্কঃ ঘুরতে যেতে আমরা কে না ভালোবাসি! উইকেন্ড হোক বা ছুটির দিন, সপরিবারে ঘুরতে (Travel) যাওয়ার মজাই আলাদা। প্রকৃতির সৌন্দর্যকে উপেক্ষা করার ক্ষমতা আমাদের কারোরই নেই। তবে এখানে একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় যেটা হল বাজেট (Budget)।

কম খরচে ঘোরাঘুরির কথা বললেই মাথায় আসে দীঘা বা পুরির কথা। বা আরেকটু এগিয়ে দার্জিলিং। এই এক জায়গা আর কাঁহাতক যাওয়া যায়। আবার এর চেয়ে দূরে কোথাও যাওয়ার ইচ্ছা থাকলে তা হয়ে যায় আমাদের বাজেটের বাইরে।

তবে মাঝে মাঝে একটু বাইরে থেকে না ঘুরে আসলে মনটাও তাজা হয় না। তবে আজকের প্রতিবেদনে এমন এক স্থানের সন্ধান দিতে চলেছি যার জন্য বেশি ছুটিরও প্রয়োজন হবেনা আবার খরচও থাকবে সাধ্যের মধ্যে।

মাত্র একদিনেই এই ট্যুর (Tour) আপনি করতে পারবেন। যদিও এই জায়গাটি সম্পর্কে অনেকেই হয়তো ওয়াকিবহাল নন। তবে কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই জায়গার সৌন্দর্য দেখলে আপনি বিমোহিত হয়ে যাবেন তা বলাই বাহুল্য। তাহলে চলুন জেনে নিই এই বিশেষ ট্যুর সম্পর্কে।

প্রথমেই জানিয়ে রাখি, এই জায়গাটির নাম মিনি ডুয়ার্স(Mini Dooars)। কলকাতার খুব কাছেই রয়েছে এই স্থান। দেখে মনে হবে আপনি যেন চলে এসেছেন ডুয়ার্স। প্রথমে হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল ধরে নামতে হবে ঝালুয়ারবেড় স্টেশনে।

স্টেশনে পা দিয়েই দেখা পাবেন চারিদিক ঘেরা সবুজ অরণ্যের।‌ সবুজ জঙ্গলের পাশাপাশি এখানে রয়েছে শিবকালি মন্দির। ঘুরে আসতে পারেন এই মন্দির থেকেও‌। এই মন্দিরগুলি রামকৃষ্ণ বাটি, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। এমতাবস্থায় একদিনের ছোট্ট টুরের জন্য একেবারে আদর্শ জায়গা হবে এটি।

Avatar

Papiya Paul

X