you can travel Serenity Sea Beach in the weekend

Papiya Paul

পাত্তা পাবে না দীঘা-পুরীর সৌন্দর্য! দু’দিনের ছুটিতে ঘুরে আসুন নিরিবিলি এই সি-বিচে, মন চাইবে না ফিরতে

নিউজশর্ট ডেস্কঃ ভ্রমনপ্রিয় মানুষের কাছে সমুদ্র হোক কিংবা পাহাড় বা জঙ্গল খুব পছন্দের। বেশিরভাগ মানুষই সমুদ্রের উত্তাল ঢেউ এবং গর্জন শুনতে ভালোবাসেন। মাঝেমধ্যে সময় পেলেই পরিবারকে সঙ্গে নিয়ে সমুদ্রের ধারে ঘুরতে চলে যান। এখন ভারতের বিভিন্ন সি বিচ(Sea Beach) গুলোতে সারা বছরই ভিড় থাকে।

   

যারা একটু নিরিবিলি থাকতে পছন্দ করেন তারা সবসময়ই ফাঁকা সমুদ্র সৈকত খুঁজে থাকেন। এই প্রতিবেদনে এমনই এক সুন্দর ও নিরিবিলি সমুদ্র সৈকতের সম্পর্কে জানাবো। এই সমুদ্র সৈকত পন্ডিচেরিতে(Pondicherry) অবস্থিত। সেরেনিটি সমুদ্র সৈকত(Serenity Sea Beach) নামে পরিচিত। এখানের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য থেকে মুগ্ধ হয়ে যায় পর্যটকরা। দীর্ঘদিন অফিসের ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য এইরকম পরিবেশ একদমই উপযুক্ত।

এখানে আশেপাশে প্রচুর ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে। অসাধারণ পরিবেশে প্রচুর ফটো তোলা যাবে। এখানকার সমুদ্র সারাক্ষণ শান্ত থাকলেও ভোরবেলাতে সমুদ্রের গর্জন তীব্র হয়ে যায়। সমুদ্রের ধারে বসে সূর্যোদয় দেখার জন্য ভিড় জমান পর্যটকেরা। আপনারা জানলে অবাক হবেন এখানে সূর্যোদয়ের সৌন্দর্য যেমন এক রকম তেমনি সূর্যাস্তের সময় এক অনবদ্য দৃশ্য চোখে পড়ে। এই সময় নীল আকাশ হয়ে ওঠে কমলা বর্ণের।

এরকম সুন্দর পরিবেশে আপনি গিয়ে নিজের প্রিয় মানুষের সঙ্গে বেশ কিছু সময় কাটাতে পারেন। সমুদ্রের ধারে চারিদিকে রয়েছে পাম গাছ এবং সাদা বালি। এখানে থাকার জন্য বেশ কিছু নামিদামি হোটেল এবং রিসোর্ট রয়েছে। এখানে খাবারদাবারও ভালো মানের পাওয়া যায়। আপনি যদি এই সমুদ্র সৈকতে ঘুরতে যেতে চান তাহলে প্রথমে হাওড়া থেকে পন্ডিচেরি গামী ট্রেনে উঠতে হবে। এরপর স্টেশনে নেমে গাড়ি করে সেরিনিটি সমুদ্র সৈকতে পৌঁছে যাওয়া যাবে। একবার এখানে ঘুরতে গেলে আর বাড়ি ফিরতে মন চাইবে না আপনার।