you can travel this five place in this rainy monsson

Papiya Paul

বর্ষার মরশুমে ঘুরতে যেতে মন আনচান করছে! দীঘা-পুরী না গিয়ে যান এই ৫ জায়গায়, খরচ সাধ্যের মধ্যেই

নিউজশর্ট ডেস্কঃ ইতিমধ্যেই বর্ষার মরশুম(Rainy Monsoon) পরে গিয়েছে চারিদিকে। এমন সময় একটু ছুটি কাটাতে চাইছেন? তাহলে অফিস থেকে দু’-চার দিন ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন। এখন প্রশ্ন আসবে এত শর্ট নোটিশে চট জলদি কোথায় ঘোরা যায় (Travel)? সেই প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছি আজকের প্রতিবেদনে। এক ঝলক দেখে নিন এই কয়েকটি জায়গার বিবরণ।

   

১. নামচি : সিকিমের দক্ষিণ ভাগে অবস্থিত এই জায়গাটি দেখে মুগ্ধ হবেনা এমন মানুষ বিরল। কাঞ্চনজঙ্ঘা-সহ অন্যান্য তুষারশৃঙ্গের দৃশ্য দেখতে ঘুরে আসুন নামচি। এছাড়াও এখানে রয়েছে সামদ্রুপচে, রক গার্ডেনের মতো মনোরম জায়গা। এ ছাড়াও আছে ১০৮ ফুট উচুঁ বিশাল এক শিবমূর্তি, সাঁই বাবার মন্দির।

২. কসোল : ভারত ছাড়িয়ে গোটা বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে হিমাচলপ্রদেশের কুল্লু জেলার এই ছোট্ট শহরটি। পার্বতী নদীর উপত্যকায় অবস্থিত ছোট্ট একটি জনপদ কসোল। নদী এবং পর্বতের অপূর্ব মেলবন্ধন দেখতে চাইলে কসোল হল আদর্শ জায়গা। প্রতিদিন ১০০০-১২০০ টাকার মতো খরচ হবে এখানে।

৩. লুংলেই : মিজোরামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তারই মধ্যে অন্যতম হল লুংলেই। পাহাড়ি সৌন্দর্য, মনোরম আবহাওয়া আর মন মাতানো পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। এখানে প্রায় ৪-৭ হাজার টাকার মধ্যেই থাকা খাওয়া এবং ঘোরা হয়ে যাবে।

৪. শ্রীখোলা :  পাহাড়ে ঘেরা নির্জন গ্রামে দিন তিনেক কাটাতে ঘুরে আসতে পারেন শ্রীখোলা। দার্জিলিং থেকে প্রায় ৮৭ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনার চোখ টানবেই। এছাড়া শ্রীখোলার কাছেই রয়েছে রিম্বিক। আসলে রিম্বিক হয়েই যেতে হয় শ্রীখোলা। এনজিপি থেকে গাড়ি নিয়ে ঘুম রিম্বিক হয়ে সরাসরি শ্রীখোলা পৌঁছে যাওয়া যায়।

৫. পঞ্চগনি : কাঠফাটা গরমে স্বস্তির খোঁজ করতে চাইলে আপনার গন্তব্য হতে পারে মহারাষ্ট্রের পঞ্চগনি। মুম্বইয়ের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত এই শৈলশহর। মহাবালেশ্বর থেকে ৩০ মিনিট দূরে অবস্থিত এই জায়গা আপনার মন টানবেই।