Papiya Paul

পাহাড়, ঝর্না নদী সবই একসাথে, কম খরচে ঘুরে আসুন এই অজানা জায়গায়, পাত্তা পাবে না কোনো পাহাড়

নিউজশর্ট ডেস্কঃ একদিকে ভ্যাপসা গরম আবার মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি। আবহাওয়ার হাল হকিকত এখন ঠিক এমনটাই। আর এরকম পরিবেশে অনেক ভ্রমণপিপাসুরাই কিছুটা সময়ের জন্য বাইরে গিয়ে ঘুরে আসতে চাইছেন। কেউ কেউ আবার পুজোর ছুটিতে অচেনা অজানা জায়গায় কিছুটা সময় কাটাতে চাইছেন। আজকের এই প্রতিবেদনে এমনই এক অজানা অফবিট(Travel Offbeat Destination) জায়গার সন্ধান নিয়ে এসেছি আমরা।

   

তবে এই অজানা গ্রাম দার্জিলিং, কালিম্পঙ কিংবা কার্শিয়াং-এর পাহাড়ি এলাকা নয়, বরং অবস্থিত রয়েছে ডুয়ার্সের আশেপাশে। এই জায়গাটি পশ্চিম ডুয়ার্সের অংশ। এখানে গেলে পাহাড়, ঝর্ণা, জঙ্গল সবকিছুই দেখতে পাবেন আপনি। এর সামনেই রয়েছে রিশপ,লাভা পয়েন্ট। এছাড়া এখান থেকে আপনি সিকিমের কিছুটা অংশ দেখতে পাবেন। এই জায়গাটির নাম প্যারেন। এটি ঝালং এবং বিন্দু রুটে পড়ে।

এই ঝালং(Jhalong) এবং বিন্দু দুটোই বেশ জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শহরের কোলাহল থেকে নিরিবিলি পরিবেশে কিছুটা সময় আরামের জন্য একদম আদর্শ স্থান এটি। এখানে গেলে আপনি দেখতে পাবেন সবুজ ঘন জঙ্গল, বিভিন্ন রকমের পাখি, আর এক অন্যরকমের মায়াবী পরিবেশ। দিনের বেলায় চারিদিকে শুধু পাখির কিচিরমিচির শব্দ, একরাশ অন্ধকার নেমে এসে জায়গাটিকে চাদরে মুড়ে ফেলে। রাতের উপরি পাওনা হলো ঝিঁঝির ডাক।

দু-একদিনের ছুটি কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা এটি। আপনি জলদাপাড়া থেকে বেরিয়ে ফালাকাটা হয়েও এই জায়গাতে যেতে পারেন। এরপর গরুমারা অভয়ারণ্য হয়েও সেখানে যেতে পারেন। আর চাপরামারির পেরিয়ে পৌঁছে যাবেন ঝলং। এখানে দেখতে পাবেন জলঢাকা নদী।

কিভাবে যাবেন এই সুন্দর জায়গাতে?
ট্রেনে করে গেলে আপনাকে নিউ মাল জাংশনে নামতে হবে। এখান থেকে প্রায় ৪৫ কিলোমিটার পেরিয়ে ঝালং যেতে হবে। সেখান থেকেই যেতে পারবেন প্যারেন। এখানে থাকা এবং খাওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে। একবার এই মনোরম পরিবেশে গেলে আর ফিরতে চাইবে না আপনার মন। তাই পুজোর ছুটিতে এবারের ভ্রমণ ডেস্টিনেশন এই হতেও পারে।