Papiya Paul

আর নয় দার্জিলিং, এই অজানা পাহাড়ি গ্রামে গেলে ভালো হয়ে যাবে মন, খরচ মাত্র ১২০০ টাকা!

নিউজশর্ট ডেস্কঃ Offbeat Destination In Mirik: একদিকে বৃষ্টি, আবার অন্যদিকে ভ্যাপসা গরম। এই অস্বস্তিকর পরিবেশে শান্তিতে থাকার জন্য কিছুটা সময় নিরিবিলিতে কাটাতে চাইছেন ভ্রমণপিপাসু বাঙালীরা। আজকে এরকম এক অফবিট ডেস্টিনেশনের(Offbeat Destination) খোঁজ নিয়ে চলে এসেছি আমরা। এখানের পরিবেশে একবার গেলে আর ফিরতে চাইবেন না আপনি। আপনি উচুঁ নিচু পাহাড়ি এলাকা, চারিদিকে কমলালেবুর গাছ দেখবার জন্য মন আনচান করবে আপনার।

   

জায়গাটির নাম: ৫,৮০০ ফুট উঁচুতে মিরিকের(Mirik) কাছেই আছে এই জায়গা। এটির নাম পালমাজুয়া(Palmajua)। এখানে পাইন ওকের জঙ্গল দেখলে মন ভালো হয়ে যাবে আপনার। এখানে ঘুরতে গেলে আপনি মিরিক গুমফা, টিংলিং ভিউ পয়েন্ট, টিবেটিয়ান গুম্ফা এগুলি দেখতে পাবেন। এর সাথেই আবার সামনে রয়েছে রামেতি ভিউ পয়েন্ট। এছাড়া এখানে গেলে উপরি পাওনা হলো কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য।

এই সৌন্দর্য দেখলে আপনার মন খুশিতে ভরে উঠবে। পাহাড়ের গা বেয়ে এই ছোট্ট সবুজ গ্রাম দেখলে ভালো লাগবে আপনার। আরেকটু নিচের দিকে গেলে আরেকটি অজানা পাহাড়ি গ্রাম রয়েছে। সেখানেও অপরূপ দৃশ্য চোখে দেখতে পারবেন আপনি। তাই আপনি চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন। এ

রপর আরেকটি ভ্রমণ স্থান হল পালমাজুয়া ভিউ পয়েন্ট। এখানে আপনি প্রচুর ধরনের পাখি দেখতে পারবেন ।এছাড়া এই গ্রামে চাইলে মাছ ধরার সখটাও পূরণ করে নিতে পারেন। মাছ ধরে রান্না খেতেও পারবেন। আর এই জায়গাগুলো ঘোরা হলে আপনার কাছে সময় থাকলে মিরিকটাও একবার দেখে আসতে পারেন।

কিভাবে যাবেন?
নিউ জলপাইগুড়ি থেকে মাত্র ৬০ কিমি দূরেই আছে এই গ্রাম। আপনি গাড়ি করে পৌঁছে যেতে পারেন সেখানে। এখানে থাকা এবং খাওয়ার জন্য নানা লজ ও হোমস্টে রয়েছে। জনপ্রতি ১২০০-১৫০০ টাকা খরচ করলেই আপনি এই জায়গায় ঘুরতে পারবেন। আর এই মনোরম পরিবেশ চাক্ষস করতে পারবেন।