Papiya Paul

একঘেয়ে পুরী নয়, ঘুরে আসুন এই সবুজ-নীলে ঘেরা অজানা লোকেশন থেকে, একবার গেলেই শান্ত হবে মন

নিউজশর্ট ডেস্কঃ New Offbeat Location In Puri: সমুদ্র বলতে বাঙালিরা বোঝেন দীঘা(Digha) এবং পুরী(Puri)। বিশেষ করে বাঙালীদের সঙ্গে পুরীর এক নিবিড় সম্পর্ক রয়েছে। কিছুদিনের ছুটি পেলেই ব্যাগপত্র গুছিয়ে পুরীর উদ্দেশ্যে রওয়া হন বাঙালিরা। তবে অনেকেই হয়তো জানেন না পুরীর মধ্যেই লুকিয়ে রয়েছে আরেকটি পুরী। শুনতে অবাক লাগলেও এই জায়গাটি সত্যি রয়েছে।

   

বলাই বাহুল্য, এই জায়গাতে আপনি একবার ঘুরতে গেলে তার অপরূপ শোভা দেখে মন ভরে যাবে আপনার। বঙ্গোপসাগর থেকে ঢিলছোড়া দূরত্বে এই নীল সমুদ্রের অপরূপ সৌন্দর্যে চোখ ধাঁধিয়ে যাবে আপনার। তাই এইবার যদি পুরী ঘুরতে যান, এই জায়গাটি অবশ্যই ঘুরে দেখে আসবেন। আজকের এই প্রতিবেদনে পুরীর নতুন আবিষ্কার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো।

এই জায়গাটির নাম তাপাং। পুরী থেকে আর অল্প কিছু পথ পেরোলে এই জায়গাটি যেতে পারবেন আপনি। একঘেয়ে পুরী যেতে যেতে বোর হয়ে গেলে তারা এই নতুন ডেস্টিনেশনে ঘুরে আসতে পারেন। এখানেই একেবারেই নিরিবিলি কোলাহলহীন জায়গাতে কয়েক মুহূর্ত কাটাতে পারলে মনের শান্তি ফিরে পাবেন।  নীল জলের হ্রদের সৌন্দর্য লেখায় প্রকাশ করা যাবে না। একদম কাছেই পাথুরে জমির মধ্যে রয়েছে নীল জলের হ্রদ।

এই হ্রদ সৃষ্টি হয়েছে একপ্রকার মানুষের দ্বারা। সেখানকার স্থানীয় লোকজন জানিয়েছেন একটা সময় এখানে বাড়ি তৈরির জন্য স্টোন চিপস খননের কাজ চলত। বছরের পর বছর সেই কাজ চলার পরে এখানে হ্রদের সৃষ্টি হয়েছে। শুরুতে পর্যটকদের এই জায়গাতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল ওড়িশা সরকার। এরপর ২০২২ সালের পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আর তাই পর্যটকরা হামেশাই এখানে ঘুরতে চলে আসেন।

কিভাবে যাবেন? পুরী থেকে তাপাঙের দূরত্ব ৫৬ কিলোমিটারের মতো। পুরী থেকে গাড়ি ভাড়া করে সেখানে পৌঁছে যেতে পারেন। বা খুরদা স্টেশনে নেমে সেখান থেকেও এই তাপাং  চলে যেতে পারেন। তাহলে এবার পুরী গেলে এই নতুন জায়গাতে ঘুরতে যেতে একদম ভুলবেন না।