Rekha

Additiya

কয়েকশো কোটি টাকার মালকিন হয়েও ‘একই’ শাড়ি কেন পড়েন রেখা! কারণ জানলে অবাক হবেন

বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেত্রী রেখা (Rekha)। ‘এভারগ্রিন’ (Evergreen) বিউটির তকমা পেয়েছেন তিনি। আশির দশকে তিনি যেমনটা ছিলেন এখনও ঠিক তেমনই আছেন তিনি। একটুও বদলায়নি তাঁর গ্ল্যামার। এখনও এই অভিনেত্রীর ওপর ক্রাশ খান হাজারো ভক্তরা। তাঁর সৌন্দর্য্যের সামনে লজ্জায় পড়তে হয় বর্তমান প্রজন্মের নায়িকাদের।

   

জনপ্রিয় এই অভিনেত্রীকে নিয়ে ভক্তদের মনে প্রশ্নের শেষ নেই। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জানার ইচ্ছে সকলেরই। বলিউডের এই অভিনেত্রীর নানান সিক্রেটের কথা জানিয়েছি আপনাদের। আজকেও তেমনই এক সিক্রেট ফাঁস করব। যা জানলে অবাক হতে হয়।

ফিল্মি পার্টি হোক কিংবা অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সর্বত্রই শাড়ি পরে হাজির হন তিনি। একথা হয়ত সকলেরই জানা। তবে খুব ভালো করে লক্ষ করলে দেখবেন প্রতি অনুষ্ঠানে একই শাড়ি পরে হাজির হন এই অভিনেত্রী। তাঁকে দেখা যায় একই রকম সাজে।

বিনোদন,বলিউড,রেখা,এভারগ্রিন,Entertainment,Bollywood,Rekha,Evergreen

কাঞ্জিভরম শাড়ির সঙ্গে সোনার ভারী গয়না। মাথা ভর্তি সিঁদুর। চড়া মেকআপ। যে কোন পার্টিতেই তিনি হয়ে ওঠেন মধ্যমণি। রেখার উপস্থিতির সঙ্গে সঙ্গেই সেখানে বসে চাঁদের হাট। তবে কেন এই বিশেষ শাড়ি এত পছন্দ অভিনেত্রীর সে বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

অভিনেত্রীর কথায়, ফ্যাশন নয়। ভারতীয় ঐতিহ্য বজায় রাখতেই শাড়ি পড়েন তিনি। এমনকি শাড়ি পড়তে নাকি ভীষণ ভালোবাসেন এই অভিনেত্রী। এমনকি শাড়ি পড়লেই মায়ের কথা মন পরে তাঁর। আর সে কারণেই অন্যান্য পোশাকের তুলনায় শাড়ি প্রথম পছন্দ তাঁর।