কলিযুগের বিভীষণ! ব্লগিংয়ের আড়ালে পাকিস্তানি গুপ্তচরগিরি, গ্রেফতার ভারতীয় ইউটিউবার জ্যোতি

Youtuber Jyoti Malhotra Arrested for Spying for Pakistan psm

কলিযুগের বিভীষণ! ব্লগিংয়ের আড়ালে পাকিস্তানি গুপ্তচরগিরি, গ্রেফতার ভারতীয় ইউটিউবার জ্যোতি

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ পাহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ দিয়ে কড়া প্রত্যাঘাত এনেছে ভারত। এছাড়া দুই দেশের মধ্যেকার সম্পর্ক সমস্ত রকমভাবে ছিন্ন করা হয়েছে। তবে এসবের মাঝেই প্রকাশ্যে চাঞ্চল্যকর খবর। সম্প্রতি জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra) নামক এক ট্রাভেল ব্লগারকে পাকিস্তানি গুপ্তচর হওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

পাকিস্তানি গুপ্তচরবৃত্তির সন্দেহে গ্রেফতার ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রা | Travel Blogger Jyoti Malhotra Arrested for Spying for Pakistan

৩৩ বছর বয়সী জ্যোতি মালহোত্রা বা জ্যোতি রাণী মূলত ইউটিউবে নিজের ঘুরতে যাওয়ার ব্লগ শেয়ার করেন। ‘Travel With Jo’ নামক চ্যানেলে ৩,৭৭,০০০ ফলোয়ার ও ইনস্টাগ্রামেও ১ লক্ষ ৩২ হাজারেরও বেশি অনুগামী রয়েছে তার। নিজেকে হারিয়ানভি ও পাঞ্জাবি তথা ট্রাডিশন ভালোবাসা মডার্ণ নারী হিসাবে তুলে ধরতেন তিনি। কিন্তু পুলিশের অভিযোগ ব্লগিংয়ের আড়ালে ভারতীয় সেনার সংবেদনশীল তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-কে পাচার করতেন তিনি।

তিনবার পাকিস্তান সফর, গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ

ইতিমধ্যেই বেশ কিছুটা এগিয়েছে তদন্ত, যেখানে জানা যাচ্ছে ভারতের পাশাপাশি পাকিস্তান, চীন, বাংলাদেশ, থাইল্যান্ড সহ ইউনাইটেড আরব এমিরেটস ও ভুটানেও ঘুরতে গিয়েছেন তিনি। ২০২৩ সালে পাকিস্তান হাইকমিশনে ভিসা নেওয়ার সময়েই তার পরিচয় হয় এহসান-উর-রহিমের সাথে। এরপর থেকে অন্তত ৩ বার পাকিস্তান গিয়েছেন তিনি। এরপর সেখানকার গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন।

তবে শুধুমাত্র জ্যোতিই নয়, বিগত কয়েকদিনে পাঞ্জাব ও হরিয়ানা থেকে আরও পাঁচজনকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন ছাত্র ও একজন সিকিউরিটি গার্ডও রয়েছেন, যাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেনা সংক্রান্ত তথ্য পাচার করতেন

ইতিমধ্যেই দিয়েছেন স্বীকারোক্তি

জেরা চলাকালীন স্বীকারোক্তিও দিযেছেন জ্যোতি। তিনি জানান, পাকিস্তানে আলী আহওয়ান পাকিস্তানি সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স অফিসিয়ালদের সাথে একটি বৈঠকের আয়োজন করে। সেখানে শাকির ও রানা শাহবাজের সাথে দেখা হয়। শাকিরের সাথে মোবাইল নাম্বার আদানপ্রদান হয়, যেটা ‘জাট রান্ধাওয়া’ নামে সেভ করা ছিল। মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যোগাযোগ চলত ও অ্যান্টি ন্যাশনাল তথ্যের আদানপ্রদান হত।

আরও পড়ুনঃ বরাদ্দ ১৭৯ কোটি, তবে কি বাড়বে ফ্রি চাল-ডালের পরিমাণ? রেশন নিয়ে বড় ঘোষণা সরকারের

কিভাবে চলত গুপ্তচরের কাজ?

পুলিশের তরফ থেকেই জ্যোতির বিরুদ্ধে যে FIR করা হয়েছে সেটা অনুযায়ী, পাকিস্তান সফরের সময়  ISI এর অফিসিয়ালদের সাথে যোগাযোগ করেন তিনি। এমনকি ভারতে আসার পরেও Whatsapp, Telegram এর মত সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ ছিল নিয়মিত। এছাড়া নিজের ভিডিওর মাধ্যমে ভারতীয়দের মনে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার চেষ্টাও করতেন তিনি।

ইতিমধ্যেই জ্যোতির কী তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, তাঁর কাজকর্ম ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য  বড় বিপদ তৈরি করেছিল। তাই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও ভারতীয় নিয়ে সংহিতার একাধিক ধারায় মামলা করা হয়েছে। আপাতত জ্যোতি ৫ দিনের জন্য পুলিশি হেফাজতে রয়েছেন।

সঙ্গে থাকুন ➥