Unknown Facts

আছে জেল, আছে জেলার, নেই কোনো অপরাধী! এই অদ্ভুত দেশের নাম জানলে অবাক হবেন

যখন একটি দেশে অপরাধের হার বেড়ে যায়, তখন দেশটির অবস্থা সবচেয়ে খারাপ হয়। বিশ্বের অধিকাংশ দেশই ক্রমবর্ধমান অপরাধের কারণে উদ্বিগ্ন। আমাদের ভারতের (India) অপরাধের গ্রাফ অনেক উপরে। চুরি, লুটপাট, অপহরণ, খুন, ডাকাতির মতো সব ঘটনাই প্রতিদিন সামনে আসছে, কিন্তু এমন একটি দেশ আছে যেখানে ক্রমাগত কমছে অপরাধের গ্রাফ। যেখানে কারাগারগুলো শূন্য (Empty Jail) হয়ে পড়েছে। যেখানে অপরাধ বা অপরাধী নেই। আজকে জানাবো এমনই এক অজানা তথ্য (Unknown Facts)।

এই দেশটি নেদারল্যান্ডস (Netherlands)। ইউরোপের (Europe) দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডসে অপরাধের গ্রাফ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। এদেশে অপরাধ খুব কম, যার কারণে এখানকার কারাগারগুলো একেবারে খালি। দেশে যখন কোনো অপরাধী (Criminal) নেই তখন কাদের কারাগারে ঢোকানো হবে? কারাগারে (Jail) জেলারের পাশাপাশি অন্যান্য কর্মচারীরা সবাই আছে, নেই শুধু অপরাধীরা।

কারাগারগুলোকে রেস্টুরেন্টে পরিণত করা হচ্ছে : একদিকে অপরাধের হার কমে যাওয়া দেশের জন্য আনন্দের বিষয়, অন্যদিকে খালি জেল প্রশাসনের জন্য উদ্বেগের বিষয়। কারাগারের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থায় খরচ করা হলেও কোনো কাজে আসছে না। যে কারণে এদেশের অনেক কারাগারকে রেস্টুরেন্টে পরিণত করা হয়েছে। কারাগারের ভেতরে বড় বড় রেস্তোরাঁ খুলেছে এবং সেগুলো চালাচ্ছে প্রশাসন।

ভারত,নেদারল্যান্ডস,ইউরোপ,জেল,কারাগার,অপরাধী,India,Netherlands,Europe,Jail,Crime,Empty Jail

বিদেশ থেকে অপরাধীদের আনা হচ্ছে : এ ছাড়া এখানকার প্রশাসন কারাগারগুলো ভাড়া দেওয়ারও পরিকল্পনা করছে। বিদেশ থেকে অপরাধী এনে জেলে ভর্তি করতে চায় যাতে খালি জেল থেকে কিছু আয় হয়। খোদ ইউরোপে, আশেপাশের অনেক দেশে অপরাধের হার অনেক বেশি। এমতাবস্থায় নেদারল্যান্ডসের কারাগারগুলো যদি ভাড়া দেওয়া হয়, তাহলে দুই দেশেরই সমস্যার সমাধান হতে পারে। এখানকার সরকার কয়েক বছর আগে নরওয়ের সাথে চুক্তি করেছিল এবং নরওয়ে থেকেও এখানে অপরাধীদের পাঠানো হয়।

ভারত,নেদারল্যান্ডস,ইউরোপ,জেল,কারাগার,অপরাধী,India,Netherlands,Europe,Jail,Crime,Empty Jail

কারাগারে ইন্টারনেট সুবিধা পাচ্ছে বন্দীরা : নেদারল্যান্ডের কারাগারগুলো বেশ হাইটেক। এখানে বন্দিদের জন্য কারাগারের ভেতরেই সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এমনকি বন্দীদের রাতে ইন্টারনেটও দেওয়া হয় যাতে তারা ঘুমানোর আগে তাদের পরিবারের গল্প বলতে পারে। আসলে এদেশের জনসংখ্যাও খুবই কম এবং এসব কারণেই এখানে অপরাধের গ্রাফ কমছে।

ভারত,নেদারল্যান্ডস,ইউরোপ,জেল,কারাগার,অপরাধী,India,Netherlands,Europe,Jail,Crime,Empty Jail

এদেশে শাস্তি খুবই কম : অপরাধ হ্রাস ছাড়াও এখানে জেল খালি হওয়ার আরও অনেক কারণ রয়েছে। এখানে বেশির ভাগ অপরাধের জন্য ১ থেকে ৩ মাস কারাদণ্ডের বিধান রয়েছে। অর্থাৎ সর্বোচ্চ তিন মাসে জেল খালি হয়ে যায়। এ ছাড়া এখানে অপরাধীদের শাস্তির অন্যান্য পদ্ধতি অবলম্বন করা হয়। একজন অপরাধীকে শাস্তি দিতে তাকে দেশের কল্যাণমূলক কাজের সাথে যুক্ত করা হয়। রাস্তা নির্মাণ, সেচ, পরিচ্ছন্নতা ও অন্যান্য কাজে যেমন অপরাধীরা নিয়োজিত থাকে এবং এটাই তাদের শাস্তি।

Avatar

Moumita

X