Salman Khan

Additiya

এবার ডুববে সাউথ, বক্স অফিসে ধামাকা করতে আসছে সালমান খানের জবরদস্ত ৫ টি সিনেমা

বছরের শুরুটা হয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan)হাত ধরে। এখনও দেশ তথা বিশ্ব জুড়ে অব্যাহত ‘পাঠান’ (Pathan) ঝড়। আর এরই মাঝে এবার দর্শকদের মন জয় করে নিতে আসছেন বলিউড ভাইজান সালমান খান (Salman Khan)। খুব শীঘ্রই মুখটি পেতে চলেছে অভিনেতার ৫ টি ছবি। আর এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া বইছে অভিনেতার ভক্তদের মনে।

   

২০২২ সালটা মোটেই ভালো কাটেনি বলিউডের। একের পর এক ছবি মুক্তি পেলেও সেভাবে হলমুখী হননি দর্শকরা। দক্ষিণী ছবির ভিড়ে কোথাও যেন একটা হারিয়েই গেছিল ভারতীয় ইন্ডাস্ট্রি। তবে নতুন বছর শুরু হতেই বদলে যায় চিত্রটা। বলিউডকে ফের পুরোনো ছন্দে ফিরিয়ে আন্তে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’-এর। আর এসবের মাঝে আসছেন সালমান।

কিসি কা ভাই কিসি কি জান : চলতি বছরের এপ্রিল মাসেই রুপোলি পর্দায় মুক্তি পেতে চলেছে ‘কিসি কে ভাই কিসি কা জান’ ছবি। অনেকেরই মোতে, বক্স অফিসে ঝড় তুলবে এই ছবি।

Kisi Ka Bhai Kisi Ki Jaan

টাইগার ৩ : চলতি বছরেই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত ‘টাইগার ৩’ ছবি। ‘পাঠান’ ছবিতেই দেখা গেছিল সালমানের এই ছবির ঝলক। বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, সালমান খানের এই ছবিতে ক্যামিও চরিত্রে ধরা দেবেন পাঠান ওরফে শাহরুখ খান।

Tiger 3

কিক ২ : সালটা ২০১৪। বক্স অফিসে উঠেছিল ‘কিক’ ঝড়। এই ছবির দ্বিতীয় পার্টের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন সালমান ভক্তরা। আর এবার সুখবর। খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘কিক ২’ ছবির শুটিং।

Kick 2

প্রেম কি শাদি : দীর্ঘদিন পর পারিবারিক ছবি নিয়ে আসছেন সকলের প্রিয় ভাইজান। আগামী বছরেই শুরু হবে ‘প্রেম কি শাদি’ ছবির শুটিং। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন সূরজ বরজাত্যা।

Prem Ki Shaadi

টাইগার বনাম পাঠান : ‘স্পাই ইউনিভার্স’-এর পরবর্তী ছবি ‘টাইগার বনাম পাঠান’। বক্স অফিসে কবে এই ছবি মুক্তি পাবে সে কথা জানা না গেলেও জানা যাচ্ছে, খুব শীঘ্রই শুরু হবে শুটিং।