বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে টিআরপি (TRP) তালিকায় তৃতীয় অথবা চতুর্থ স্থানে জায়গা করে নিচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘গৌরী এলো’ (Gauri Elo)। বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে ধর্মীয় বিষয়কেন্দ্রিক এই সিরিয়ালের চাহিদা রয়েছে বরাবরই।
একথা তো সকলেই জানেন এই সিরিয়ালের নায়ক নায়িকা ঈশান-গৌরী (Ishan-Gouri) হলেন হর পার্বতীর মানব রূপ। তাই মাঝে মধ্যেই নানা ধরনের অলৌকিক কর্মযজ্ঞ দেখা যায় এই সিরিয়ালে। আর এতে ঘোষাল বাড়ির মা ঘোমটা কালীর যোগ্য সঙ্গ দেয় নায়িকা গৌরি।
যাইহোক, দর্শক এসব অলৌকিক ঘটনা তো অনেকদিন ধরেই দেখছেন। তবে কম যায়না ধারাবাহিকের নায়ক ইশানও। তিনিও নাকি মহাদেবের ভক্ত। আজকাল নিজের অজান্তে এমনসব ঘটনা তিনি ঘটাচ্ছেন যা দেখে কার্যত স্তভিত সকলে। এই যেমন, আগুনের ওপর পা দিয়ে আসা।
কিংবা নিজের কপাল গৌরির কপালে ঠেকিয়ে গৌরিকে প্রাণে বাঁচানো সহ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার মতো নানান অলৌকিক ঘটনা। এসব দেখে দর্শকরা তো অবাক হয়ই, পাশাপাশি অবাক হয়ে যায় ইশান নিজেও। অনেকে তো আবার, এইসব আজগুবি গল্পের কারণে সিরিয়ালটি বয়কট করারও দাবি তুলেছিল।
যাইহোক, যারা ধারাবাহিকটির নিয়মিত দর্শক তারা তো জানেনই যে, যখনই মানবরূপী হরগৌরীর মিলন হবে তখনই ঘোমটা কালির ঘোমটা খসে পড়বে। ইতিপুর্বে বেশ কয়েকবার এই ঘটনার প্রমাণ পেয়েছেন দর্শক। তবে ধারাবাহিকের আসন্ন পর্বে আবারও দেখা যাবে ঈশ্বরের মানবরূপ ঈশান গৌরির মহা মিলন পর্ব।
ইশান গৌরি একে অপরের কাছাকাছি আসতেই ফাটল ধরবে মা ঘোমটা কালির ঘোমটার চাঙরে। ওদিকে আপন আপনিই বাজতে থাকবে মন্দিরের ঘন্টা। তার মধ্যেই সম্পন্ন হবে ইশান গৌরির মহা মিলন পর্ব। আর এসবের মধ্যেই গুজব উঠেছে, বাকি সিরিয়ালের মত এবার গৌরিও অন্তঃসত্ত্বা হবে।