Papiya Paul

পুজোর আগেই বিরাট বিপদ, দুর্ঘটনার কবলে জি বাংলার এই জনপ্রিয় অভিনেতা! চিন্তায় ভক্তরা

নিউজশর্ট ডেস্কঃ ফের দুর্ঘটনার কবলে টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেতা। কিছু মাস আগেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের সৃজন ওরফে অভিনেতা রুবেল দাস। এরপরেই আবার দুর্ঘটনার সম্মুখীন হন সান বাংলার ‘শ্যামা’ ধারাবাহিকের নায়ক হানি বাফনা। আর এবার অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে আহত হয়েছেন জি বাংলার টপার সিরিয়াল ‘জগদ্ধাত্রী’র(Jagaddhatri) নায়ক স্বয়ম্ভূ ওরফে অভিনেতা সৌম্যদীপ মুখার্জী(Soumyadeep Mukherjee)।

   

এই মুহূর্তে জি বাংলা টিআরপি তালিকায় সেরা সিরিয়াল জগদ্ধাত্রী। এই সিরিয়ালের ফ্যান ফলোয়িং নিয়ে নতুন করে কিছু বলার নেই। জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুর অনস্ক্রিন রোমান্স দেখতে পছন্দ করেন দর্শকেরা। এবার এই সিরিয়ালের নায়ক স্বয়ম্ভু গুরুতর চোট পেয়েছেন যা শুনে চিন্তায় পড়ে গিয়েছেন অনুগামীরা।

সম্প্রতি জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের কাছে এই প্রসঙ্গে জগদ্ধাত্রী নায়ক স্বয়ম্বর বলেছেন, ‘অ্যাকশন দৃশ্য যখন শ্যুট করা হয় তখন অনেক সময় আমাদের চোট লেগে যায়। তবে সেটা আবার তাড়াতাড়ি সেরেও যায়। আমরা দর্শকদের ভালোবাসাতেই দ্রুত সুস্থ হয়ে উঠি। এক্ষেত্রে ভালোবাসাই যেন ব্যথার ওষুধ হিসেবে কাজ করে। তবে শুধু যে আমাদের লাগে এমনটা নয়, অনেক সময় সহ অভিনেতারাও আঘাত পান। তবে সেটের মধ্যে সেগুলো ম্যানেজ হয়ে যায়’।

গণেশ চতুর্থী উপলক্ষে জগদ্ধাত্রী ধারাবাহিকের বিশেষ পর্বের শুটিং চলার সময় উপস্থিত ছিলেন প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তী।
সে সময় অ্যাকশন দৃশ্য শুট করার সময় আহত হন অভিনেতা। তবে এখন তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, এই ধারাবাহিকের নায়ক এবং নায়িকাকে অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও দেখতে পছন্দ করেন ভক্তরা। তাই তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে, এমন গুঞ্জন উঠলেও তারা শুধু বন্ধু এমন মন্তব্য করেন দুজনেই।