Papiya Paul

জগদ্ধাত্রী, শিমুল নাকি ফুলকি! কে হবে জি বাংলার মা দুর্গা? প্রকাশ্যে এল পুরো তালিকা

নিউজশর্ট ডেস্কঃ দেখতে দেখতে বেজে গিয়েছে পুজোর ঘন্টা। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরে বাঙালিরা মেতে উঠবে দুর্গাপুজোকে নিয়ে। আর মা আসার আগে মহালয়া নিয়ে একটা আলাদাই উত্তেজনা কাজ করে বাঙালীদের মধ্যে। রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহালয়া(Mahalaya) শোনার পাশাপাশি টিভির চ্যানেলগুলোতে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান দেখতে বসে পড়েন দর্শকেরা।

   

এই সময় টক্কর চলে জি বাংলা(Zee Bangla), স্টার জলসা, কালার্স বাংলা এবং অন্যান্য চ্যানেলগুলোর মধ্যে। কোন চ্যানেলের দুর্গাকে ভালো লাগলো? কোন চ্যানেল ভালো কাজ করলো? সমস্ত কিছু নিয়ে আলোচনা চলে দর্শকদের মধ্যে। জানা গিয়েছে, এবার জি বাংলার মহালয়ার(Zee Bangla Mahalaya) অনুষ্ঠানের নাম ‘নবপত্রিকা’। এখানে মা দুর্গা সাজবেন ‘জগদ্ধাত্রী’ ওরফে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। দেবী ব্রহ্মানি হিসেবে ধরা দেবেন ‘গৌরী এলো’ ধারাবাহিকের মোহনা মাইতি, দেবী কালিকা হিসাবে দেখা যাবে শ্রুতি দাসকে।

দেবী উমা হয়ে ফিরবেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায, আবার দেবী কার্তিকীর চরিত্রে ধরা দেবে ‘নিম ফুলের মধু’র পর্ণা ওরফে পল্লবী শর্মা। দেবী রক্তদন্তিকা হয়ে দর্শকদের কাছে আসবেন ‘খেলনা বাড়ি’র মিতুল ওরফে আরাত্রিকা মাইতি। দেবী শিবার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে।

Ankita Mallick

দেবী শোকরহিতা চরিত্রে দেখা যাবে মানালি দে কে। দেবী লক্ষ্মীর চরিত্রে ধরা দেবেন ‘ফুলকি’ অভিনেত্রী দিব্যনি মন্ডল। দেবী চামুন্ডা হয়ে ফিরবেন ‘মুকুট’ খ্যাত অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া। অন্যদিকে শিবের চরিত্রে দেখা যাবে অভিষেক বসুকে। আর অসুর হিসাবে দেখা যাবে ডান্স বাংলা ডান্সের অর্ণবকে।