নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার (Zee Bangla) পর্দায় সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক “মালাবদল” (Malabadal)। মূলত আইনজীবীর বিয়ে দে ওয়া নিয়ে শুরু হয়েছে এই সিরিয়াল। ডিভোর্স স্পেশালিষ্টকে বিয়ে দিতে চায় বাড়ির লোক। আর সেই কাজে সাহায্য করেন ঘটকদিদি। তিনি মেয়ে খুঁজে আনলেও কিভাবে ঘটকদিদির সাথে আইনজীবীর বিয়ে হবে, তা নিয়েই মূলত গল্প।
বিগত কিছু দিন আগে এই ধারাবাহিকে শুরু হলেও দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছে। এই মেগায় মুখ্য ভূমিকায় অভিনয় করা নায়ক দর্শকদের কাছে অতি পরিচিত। ‘কে আপন কে পর’, ‘খেলনা বাড়ি’ সহ একাধিক ধারাবাহিকে মুখ্য ভুমিকায় অভিনয় করতে দেখা গেছে বিশ্বরূপ ঘোষকে। তবে এই ধারাবাহিকে নায়িকার আসল পরিচয় অনেকেই জানেন না।
“ঘটকদিদি”র আসল পরিচয় কি?
সিরিয়ালপ্রেমীদের কাছে পরিচিত ‘ঘটকদিদি’র আসল নাম হল ঋতু পাইন (Ritu Pyne)। জি বাংলার দর্শকদের কাছে ঋতু নতুন মুখ হলেও, স্টার জলসার দর্শকদের কাছে তিনি খানিক পরিচিত। একসময়কার ‘অনুরাগের ছোঁয়া’য় ইরা চরিত্রে প্রথমে এই অভিনেত্রীকেই দেখা গিয়েছিল। তবে সেটা ছিল সাইড রোল। এবার একেবারে নায়িকার ভূমিকায় ধরে দিয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের সম্পর্কে একাধিক অজানা কথা ভাগ করেছেন অভিনেত্রী।
ঋতু বলেন, পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের হাত ধরে নায়িকা হতে পেরে তিনি ভীষণ খুশি। বর্তমানে বাংলা টেলিভিশনের পরিচিত মুখ হয়ে উঠলেও তিনি আসলে মেদিনীপুরের মেয়ে। পড়াশোনায় তুখোড় ছিলেন তিনি। মেদিনীপুর থেকেই স্কুল এবং কলেজের পড়াশোনা সম্পন্ন করেছেন তিনি। রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজ, যা গোপ কলেজ নামেও পরিচিত, সেখান থেকে ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রেশন নিয়ে এমএসসি পাশ করেছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ নেটপাড়ায় বিতর্কের মাঝে সুখবর! বলিউডে পা পর্দার অনিকেতে’র, রণজয় বিষ্ণুর নতুন ছবির নাম জানেন?
পর্দার ‘ঘটকদিদি’ জানান, পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতিও তাঁর বেশ আগ্রহ ছিল। কলকাতায় আসার পর তাঁর সামনে খুলে যায় বিনোদন ইন্ডাস্ট্রির দরজা। প্রথমে একটি বিউটি পেজেন্টে অংশগ্রহণ করেছিলেন ঋতু। এরপর সেখান থেকে অভিনয় জগতে পথচলা শুরু হয় তাঁর।কেরিয়ারের শুরুতে অডিশনের জন্য মেদিনীপুর থেকে যাতায়াত করতেন ঋতু।
View this post on Instagram
তবে বিগত এক বছর ধরে কাজের জন্য কলকাতায় থাকছেন এই টেলি অভিনেত্রী। পড়াশোনা সম্পন্ন করার পর চাকরিও পেয়েছিলেন ‘মালা বদল’ নায়িকা। তবে চাকরিতে জয়েনিংয়ের দিন থেকেই শ্যুটিং শুরু হওয়ায় তিনি চাকরি করতে পারেননি। আপাতত নতুন সিরিয়ালের কাজ নিয়েই ব্যস্ত ঋতু। বছরের পর বছর ধরে এই ধারাবাহিক চলুক, এটাই চান অভিনেত্রী।