Zee Bangla Phulki Actress Divyani Mondal Salary

Partha

১৯ বছরেই কাঁপাচ্ছেন টেলি পাড়া! বেঙ্গল টপার ‘ফুলকি’র জন্য দিব‍্যানীর পারিশ্রমিক কত জানেন?

নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার (Zee Bangla) সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম ‘ফুলকি’ (Phulki)। গল্পে নায়িকা হিসাবে অভিনয় করছেন দিব্যানী মন্ডল (Divyani Mondal)। এটাই অভিনেত্রীর প্রথম সিরিয়াল, তবে দেখে সেটা বলা খুব মুশকিল। কারণ যেমন দুর্দান্ত অভিনয় তেমনি ভাব ভঙ্গিমা, সব মিলিয়ে পাওয়ার প্যাক হয়ে যায় প্রতিটা পর্ব। তবে জানেন কি ‘ফুলকি’ চরিত্রের জন্য কত টাকা পারিশ্রমিক পান অভিনেত্রী?

   

শ্বাসকষ্ট থাকলেও বক্সিং শেখার জেদ, সেই নিয়েই শুরু হয়েছিল কাহিনী। তবে পরবর্তীকালে যে রোহিত স্যার অপছন্দ করত তার সাথেই বিয়ে। আর ধীরে ধীরে ভালোবাসা দিয়ে মনও গলিয়ে ফেলেছে নায়কের। মাত্র ১৯ বছর বয়সে বাংলার টেলিভিশনের সেরা অভিনেত্রীদের খাতায় নাম উঠে গিয়েছে অভিনেত্রীর। তাই বলাই বাহুল্য প্ররিশ্রমিকও মোটা হবে! তাছাড়া ঘন্টার পর ঘন্টা শুটিং করতে বেশ পরিশ্রমও হয়।

বিভিন্ন ওয়েবসাইট ও ভিডিও সূত্রে যেমনটা জানা যাচ্ছে বর্তমানে প্রায় ১ লক্ষ ১২ হাজার টাকা পারশ্রমিক পাচ্ছেন দিব্যানী। যদিও শুরু থেকেই এতটাকা দেওয়া হত বলেও জানা যাচ্ছে। সিরিয়ালের প্রথম দিকে ৬০,০০০ টাকা দেওয়া হত। তবে পরবর্তীকালে টিআরপি ও জনপ্রিয়তা বাড়তে পারিশ্রমিকও বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

Phulki actress Divyani Mondal, ফুলকি অভিনেত্রী দিব্যানী মন্ডল
phulki

আরও পড়ুনঃ ব্যর্থ জ্যাস সান্ন্যাল! কাঁকনকে বাঁচাতে কি করবে কৌশিকী? ফাঁস ‘জগদ্ধাত্রী’র সুপার ধামাকা পর্ব

আগেই বলেছি বর্তমানে ‘ফুলকি’ থুড়ি দিব্যানীর বয়স মাত্র ১৯। তাই অভিনয়ের পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী।মুর্শিদাবাদের মেয়ে দিব্যানী এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়ছেন তিনি।

প্রসঙ্গত, ফুলকি দিব্যানীর প্রথম ধারাবাহিক হলেও এর আগে কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। তবে একটা মেগাতেই যে জনপ্রিয়তা ব্যাপক পেয়েছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে কয়েক লক্ষ ফলোয়ার হয়ে গিয়েছে অভিনেত্রীর। তাই মাঝে মধ্যেই সেখানে ভক্তদের উদ্দেশ্যে নানান ছবি, ভিডিও থেকে রিল শেয়ার করে নেন তিনি।