Zee Bangla

anita

Zee Bangla: আসছে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড! প্রথম ঝলক আসতেই মন ভালো হয়ে গেল দর্শকদের

নিউজ শর্ট ডেস্ক: বাঙালির বিনোদনের ডেইলি ডোজ মানেই মেগা সিরিয়াল। টেলিভিশনের পর্দায় দিনে দিনে বাড়ছে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয়তা। তাই টিভি খুললেই এখন হরেক রকম সিরিয়ালের মেলা। আর এখনকার দিনে সিনেমা কিংবা ওয়েব সিরিজের মতই অত্যন্ত শক্তিশালী একটি বিনোদন মাধ্যম হয়ে উঠেছে বাংলা সিরিয়াল।

   

এখন আবার অনেকে সময়ের অভাবে ওটিটিতেই দেখে নেন সিরিয়ালের টেলিকাস্ট এপিসোড। বছর বছর বাংলা টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত এই সমস্ত সিরিয়ালের কলা কুশলীদের বিশেষ ভাবে সম্মানিত করার জন্য প্রত্যেক বছরই আয়োজন করা হয় বিভিন্ন অ্যাওয়ার্ড  ফাংশনের। প্রত্যেক বছরের মত এবারও খুব তাড়াতাড়ি জি বাংলার (Zee Bangla) পর্দায় আসতে চলেছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ( Sonar Sansar Award 2024)। 

টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত মেগা সিরিয়াল গুলির হাত ধরেই বাংলা জুড়ে ব্যাপক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। দর্শকমহলে তাঁদের  জনপ্রিয়তা টলিউড অভিনেতা অভিনেত্রীদের থেকে কোন অংশে কম নয়। তাই সারা বছর ধরে তাঁরা যে পরিশ্রম করেন তার জন্য তাদের প্রাপ্য সম্মান জানাতে প্রতিবছরই চ্যানেলগুলির তরফে আয়োজন করা হয়ে থাকে জমকালো অ্যাওয়ার্ড ফাংশানের।

Sonar Sansar Award,সোনার সংসার অ্যাওয়ার্ড,Sonar Sansar 2024,সোনার সংসার ২০২৪,জি বাংলা,Zee Bangla,প্রথম ঝলক,First Look,প্রোমো প্রকাশ্যে,Promo Out,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,বাংলা খবর

জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড-ও তেমনি। সদ্য চ্যানেল কর্তৃপক্ষের তরফে সদ্য প্রকাশ্যে আনা হল এই অ্যাওয়ার্ড ফাংশানের এক নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে সিরিয়ালের লুক বদলে একেবারে অন্যরূপে ধরা দিয়েছেন পর্দার জ্যাস-স্বয়ম্ভূ, সৃজন-পর্ণা,মেঘ-নীল,মিলি-অর্জুন সহ ‘আলোর কোলে’র তারকারা। 

আরও পড়ুন: জিতে গেল ভালোবাসা! ‘শাকচুন্নি’ ম্যাডামকে তাড়িয়ে আনন্দে নাচ ফুলকির

হাজির ছিলেন দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায় এবং ঘরে ঘরে জি বাংলার সঞ্চালক বিশ্বনাথ বসু। তবে এই আনুষ্টান টেলিভিশনের পর্দায় কবে সম্প্রচারিত হবে তা জানা না গেলেও সোশ্যাল প্রোমো শেয়ার করে লেখা হয়েছে ‘আসছে সম্পর্কের সবচেয়ে বড় উৎসব – ZEE বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2024’!