টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,নতুন ধারাবাহিক,প্রোমো ভিডিও,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Promo Video,New Serial,Mon Dite Chai,মন দিতে চাই

Moumita

অরুণিমা-ঋত্বিক জুটির নতুন সিরিয়াল ‘মন দিতে চাই’, প্রোমো দেখে ভালোবাসায় ভরালেন দর্শকরা

বাঙালির অবসর সময়ের বিনোদন মানেই সিরিয়াল। সারাদিনের কাজকর্ম সেরে এক কাপ চা হাতে নিয়ে সিরিয়াল দেখতে বসার আমেজটাই আলাদা। আর দর্শকদের বিনোদন দিতে সর্বোচ্চ চেষ্টা করে চ্যানেল কর্তৃপক্ষ গুলিও। একটার পর একটা নতুন কাহিনী মেলে ধরে সিরিয়াল-প্রেমীদের সামনে।

   

চলতি বছরটা মোটেও ভালো যায়নি সিরিয়াল প্রেমীদের জন্য। বাধ্য হয়ে একটার পর একটা ধারাবাহিক বন্ধ করেছে চ্যানেল কর্তৃপক্ষগুলি। তবে হারানো গৌরব ফিরে পেতে মরিয়া হয়ে আছে স্টার জলসা এবং জি বাংলা। আর সেই কারণেই নিয়ে এসেছে একাধিক নতুন সিরিয়াল।

সূত্রের খবর, খুব শীঘ্রই আরো একটা নতুন ধারাবাহিক আনতে চলেছে জি বাংলা। শুরুতে শোনা গিয়েছিল টিপু-বরফি জুটি অর্থাৎ ইন্দ্রনীল এবং অরুণিমাকে দেখা যাবে জি বাংলার নতুন ধারাবাহিকে, তবে শেষ মুহূর্তে ওলটপালট সবটা। এই নতুন ধারাবাহিকে অরুণিমার বিপরীতে দেখা যাবে ঋত্বিককে।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,নতুন ধারাবাহিক,প্রোমো ভিডিও,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Promo Video,New Serial,Mon Dite Chai,মন দিতে চাই

সূত্রের খবর, এই সিরিয়ালের নাম হতে চলেছে ‘মন দিতে চাই’। সম্প্রতি নতুন প্রোমোও প্রকাশ্যে এনেছে জি কতৃপক্ষ। চার বোনের গল্প ঘিরে আবর্তিত হবে ‘মন দিতে চাই’-র কাহিনি। গল্পে সোমরাজ ব্যানার্জী ওরফে ঋত্বিক একজন বড় ব্যবসায়ী।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,নতুন ধারাবাহিক,প্রোমো ভিডিও,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Promo Video,New Serial,Mon Dite Chai,মন দিতে চাই

অন্যদিকে অরুণিমা একটা ছোট ব্যবসা চালায়। বড়ো বড়ো কোম্পানি থেকে অর্ডার নেয় সে। প্রোমোতে দেখা যাচ্ছে, সোমরাজ ৩০ হাজার টাকার অর্ডার দিয়েছে নায়িকাকে। এদিকে সোমরাজকে টিভির পর্দায় বলতে শোনা যায়, নারীরা কোনোদিন সাফল্যের কারণ হতে পারেনা। তারা কেবলই পথের বাধা।

এই কথা শুনে সোজা সেই অনুষ্ঠানে পৌঁছে যায় নায়িকা। এবং বলে, সে এই অর্ডার নেবেনা। আপাতত এইটুকু দেখেই বেশ হাসির রোল উঠেছে নেটপাড়ায়। দর্শকদের বক্তব্য, গল্পে নাকি নতুনত্ব নেই। বড়োলোক নায়ক আর গরিব নায়িকার এই গল্প নাকি বহু পুরোনো। এখন এই সিরিয়াল মানুষের মন জিততে পারে কি না তা তো সময়ই বলবে।