নিউজশর্ট ডেস্কঃ এখন বাংলা সিরিয়ালগুলোর(Bengali Serial) মধ্যে জোরকদমে লড়াই চলছে। টিআরপির(TRP) দৌড়ে টিকে থাকার জন্য একটার পর একটা টুইস্ট এনে চলেছেন সিরিয়ালের নির্মাতারা। এই সিরিয়ালগুলির প্রত্যেক পর্বেই থাকছে টানটান উত্তেজনা। ঠিক যেমন জি বাংলার(Zee Bangla) ‘ইচ্ছে পুতুল'(Icche Putul) ধারাবাহিক। যদিও টিআরপি লিস্টে খুব একটা স্থান পেতে দেখা যায় না এই সিরিয়ালকে, কিন্তু এই সিরিয়াল নিয়ে দর্শকদের মধ্যে চর্চা লেগেই থাকে।
ধারাবাহিকের মূল চরিত্র নীল এবং ময়ূরীকে যেমন দর্শকেরা সহ্য করতে পারেন না। ঠিক তেমনি এই সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র মেঘ(Megh) এখন দর্শকদের কাছে নয়নের মনি। এই সিরিয়ালের নায়ক নীলকে খলনায়ক মনে করেন দর্শকেরা। বারংবার ময়ূরীর পাতা ফাঁদে পা দেয় সে, এমনকি নিজের স্ত্রীকেও বারবার ভুল বুঝে আসছে। এখন আবার মেঘকে বিয়ে করাটাই তার জীবনের সবথেকে বড় ভুল বলে মনে হয়েছে।
ওইদিকে ময়ূরী শরীর অসুস্থতার সময় কয়েক দিন ভালো মানুষের নাটক করে, আবার সুস্থ হয়ে গিয়ে নীলসহ গোটা পরিবারকেই নিজের দলে টেনে নিয়েছে। কিছুদিন আগেই নীল স্পষ্ট জানিয়ে দিয়েছে মেঘকে ডিভোর্স দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ময়ূরীকে বিয়ে করে নেবে সে। আসলে ময়ূরীকে বিয়ে করে মেঘকে কষ্ট দিতে চায় নীল। অন্যদিকে মেঘ প্রকাশ্যে কোন কিছু না বললেও বন্ধ ঘরে দরজার আড়ালে লুকিয়ে চোখের জল ফেলেছে।
আবার নীল এখন ইচ্ছে করেই মেঘের ওপর নিজের রাগ দেখিয়ে ময়ূরীর সাথে মিথ্যে ভালোবাসার নাটক করছে। এই সিরিয়াল যারা নিয়মিত দেখেন তারা জানেন ইতিমধ্যেই মেঘ এবং নীলের মধ্যে ডিভোর্স পিটিশন ফাইল হয়েছে। আগামী পর্বে দেখা যাবে মেঘ কে দেখিয়ে কলেজের ক্লাস শেষ হবার পর নীল ময়ূরীকে নিয়ে শপিং করতে যাবে। আর সেই সময় মেঘ সামনে থাকার জন্য ইচ্ছে করে ময়ূরীর সিট বেল বেঁধে দেবে নীল।
এরপর দুজনেই নির্লজ্জের মত হাসতে হাসতে মেঘের সামনে দিয়ে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে যাবে। এখন দুজনের এই কান্ড দেখে ছি ছি করছে নেটজনতারা। অর্থাৎ আগামী পর্বে ধামাকা হতে চলেছে।