Adrit-Kaushambi

Moumita

‘আমরা ভালো আছি’, আদৃতের সঙ্গে প্রেম নিয়ে প্রথমবার মুখ খুললেন দিদিয়া ওরফে ‘কৌশাম্বি’!

দীর্ঘ আড়াই বছর ধরে বজায় ছিল ‘মিঠাই’ (Mithai) ম্যাজিক। সুখ, দুঃখ, হাসি কান্না সবেতেই ভক্তদের পাশে ছিল এই মেগা (Bangla Serial)। তবে এবার বিদায়ের সময় চলে এসেছে। সূত্রের খবর, আগামী ৩১শে যে শেষদিনের শুটিং সারবেন আদৃত-সৌমিতৃষারা। খবর ১১শে জুন শেষবার সম্প্রচারিত হবে ‘মিঠাই’। আর তাতেই মন খারাপ ভক্তদের।

   

সবে মিলিয়ে সোশ্যাল মিডিয়া খুললেই এখন কেবল ‘মিঠাই’ (Mithai) কে নিয়েই চর্চা। শ্রীনন্দা, শ্রীতমা থেকে তিস্তা— প্রতিটা চরিত্র পেয়েছে সমান জনপ্রিয়তা। এসবের পাশাপাশি এই সিরিয়াল থেকেই চর্চায় উঠে এসেছিলেন আদৃত রয় (Adrit Roy) এবং কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। পর্দার দিদিয়া অর্থাৎ কৌশাম্বি এবং আদৃতর সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা।

যদিও এসব নিয়ে কোনরকম মন্তব্য করতে চাননি দুজনের কেউই। তবে সিরিয়াল নিয়ে মন খারাপ সকলেরই। সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর সেটে জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে দেখা হয় কৌশাম্বীর। সেখানেই খেলার ছলে উঠে এল ‘মিঠাই’র আলোচনা। দীর্ঘ আড়াই বছর ধরে যে চরিত্রটাকে আগলে ছিলেন, আর সেই চরিত্রটার অস্তিত্ব থাকবে না। মন খারাপ তো হবেই‌।

কৌশাম্বির কথায়, “মন খারাপ তো হবেই। এটা এমন একটা সিরিয়াল যেখানে শুধু নায়ক-নায়িকা নয়, আমাদের প্রত্যেককে সমান ভালবাসা দিয়েছেন দর্শক। সবার সঙ্গে দেখা হবে না আর ভেবেই মন খারাপ হচ্ছে।” পাশাপাশি এইদিন মুখ খুললেন তার আর আদৃতের সম্পর্কের সমীকরণ নিয়েও। নায়িকার কথায় তারা ভালোই আছেন।

এমনিতে কৌশাম্বী এবং আদৃতকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। সমালোচকদের মতে আদৃতের জন্যই নাকি কাজের সুযোগ পাচ্ছেন কৌশাম্বী। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “বেশ অনেকগুলো সিরিয়াল করে ফেললাম। তার মধ্যে নায়িকা হিসেবেও কাজ করেছি। এ কথাগুলি শুনলে খারাপ তো লাগে। কারও সাহায্যে নিজের কেরিয়ার তৈরি করিনি।”

টলিউড,বিনোদন,গসিপ,বাংলা সিরিয়াল,মিঠাই,কৌশাম্বী চক্রবর্তী,আদৃত রয়,সম্পর্ক,Tollywood,Entertainment,Gossip,Bangla Serial,Mithai,Kaushambi Chakraborty,Adrit Roy,Relationship

তার আর আদৃতর সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রীর স্পষ্ট উত্তর, “কিছু জিনিস ব্যক্তিগত থাক। সবটা না বলাই উচিত বলে মনে হয়। আমি- আদৃত ভাল বন্ধু। আমরা ভাল আছি।” প্রসঙ্গত উল্লেখ্য, ‘মিঠাই’ সিরিয়াল শেষের পর ‘ফুলকি’ সিরিয়ালে নতুন ভাবে কৌশাম্বীকে দেখবেন দর্শক। আপাতত ভক্তরা সেই অপেক্ষাতেই রয়েছেন।