Zee Bangla

Papiya Paul

Zee Bangla: তলানিতে TRP, দেড় মাসেই সফর শেষ ‘অষ্টমী’র? কবে আসছে ‘কে প্রথম কাছে এসেছি’?

নিউজশর্ট ডেস্কঃ এখন টিআরপির উপরেই প্রত্যেকটি সিরিয়ালের(Bengali Serial) ভাগ্য নির্ভর করে থাকে। কোনো কোনো সিরিয়ালের টিআরপি ভালো থাকার জন্য তা যেমন দীর্ঘদিন ধরে টেলিকাস্ট হচ্ছে। ঠিক তেমনি বহু সিরিয়াল রয়েছে যেগুলো টিআরপি কম থাকার জন্য অল্প কয়েকদিনের মধ্যে সেই সিরিয়াল বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে নির্মাতারা।

   

বাংলার জনপ্রিয় দুই চ্যানেল জি বাংলা(Zee Bangla) এবং স্টার জলসা উভয়ের ক্ষেত্রে টিআরপি কম থাকলে সেই সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। আর সেই জায়গায় আসছে নতুন ধারাবাহিক। এবার আসতে চলেছে নতুন ধারাবাহিক মোহনা মাইতির ‘কে প্রথম কাছে এসেছি’। কিছুদিন আগে জি বাংলায় এই ধারাবাহিকের প্রোমো প্রকাশিত হয়েছে। আর এই ধারাবাহিকের প্রোমো ভালো লেগেছে দর্শকদের।

তবে এবার এই ধারাবাহিক কখন সম্প্রচারিত হবে সেই স্লট জানিয়ে দিয়েছে জি বাংলা কর্তৃপক্ষ। আর এরপরই অবাক হয়ে গিয়েছেন ‘অষ্টমী’ ভক্তরা। এর কারণ মাত্র এক মাস দশ দিন আগে শুরু হওয়া এই অষ্টমী সিরিয়ালকে সরিয়ে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। আগামী ২৭শে মে থেকে সন্ধ্যা সাড়ে ছয়টায় দেখা যাবে মোহনা মাইতি ও সায়ন বসুর নতুন সিরিয়াল কে প্রথম কাছে এসেছি।

New Bengali Serial

 

আরও পড়ুন: Chanakya Niti: চাকরিতে প্রোমোশন হচ্ছে না? চাণক্যের এই ৪ নীতি মেনে চললে সাফল্য আসবেই

তাহলে কি এই কয়েকদিনেই শেষ হতে চলেছে অষ্টমী? আসলে না এবার শেষ হতে চলেছে ‘মন দিতে চাই’। দীর্ঘ ১৭ মাসের সফর শেষ করছে জনপ্রিয় ধারাবাহিক মন দিতে চাই। আর এবং তিতিরের ধারাবাহিকের জায়গায় আপাতত দেখা যেতে চলেছে অষ্টমীর।

Bengali Serial

শুক্রবার অর্থাৎ ১৭ ই মে মন দিতে চাই-এর শেষ দিনের শুটিং হয়ে গিয়েছে। আর এদিন চোখের জলে বিদায় নিয়েছেন সকলেই। এই ধারাবাহিকের টিআরপি খুব একটা ভালো নেই। তাই এই সিরিয়ালের যাত্রা এখানে শেষ হচ্ছে। এমনিতেও এই ধারাবাহিকের অফস্ক্রিন নানা গল্প নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। অবশেষে শেষ হচ্ছে মন দিতে চাই ধারাবাহিক।