Papiya Paul

গল্প হিট তবুও তলানিতে TRP, আচমকাই বন্ধ হচ্ছে জি বাংলার দুই জনপ্রিয় সিরিয়াল, চিন্তায় ভক্তরা

নিউজশর্ট ডেস্কঃ বিগত কয়েক মাস ধরে স্টার জলসা(Star Jalsa) এবং জি বাংলাতে(Zee Bangla) একের পর এক নতুন সিরিয়াল(Bangla Serial) শুরু হয়েছে। আবার টিআরপির(TRP) অভাবে প্রচুর সিরিয়াল শেষও হয়ে গিয়েছে। কোন কোন সিরিয়াল TRP না থাকার জন্য মাত্র দুই থেকে তিন মাসের মধ্যে বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন নির্মাতারা। এবার সেই বন্ধের তালিকায় যুক্ত হতে চলেছে আরও দুটো জনপ্রিয় ধারাবাহিকের নাম।

   

এই দুটি ধারাবাহাইক শেষ হওয়ার খবরে মন খারাপ হয়েছে দর্শকদের। টিআরপি হল এখন বাংলা সিরিয়ালের ক্ষেত্রে শেষ কথা। যেই সিরিয়ালের রেটিং ভালো থাকে সেটি যেমন তরতরিয়ে বছরের পর বছর চলতে থাকে। তেমনি যে সিরিয়াল টিআরপি লিস্টে জায়গা করতে পারে না সেগুলি খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। জি বাংলার এমনই দুটি জনপ্রিয় সিরিয়াল বন্ধের মুখে। ইতিমধ্যেই এই সিরিয়ালগুলোর নাম প্রকাশ্যে এসেছে। যা শুনে মন খারাপ হয়েছে দর্শকদের।

কিছুদিন আগে থেকেই ‘ইচ্ছেপুতুল'(Iccheputul) ধারাবাহিক শেষ হয়ে যাবার গুঞ্জন উঠেছিল। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় দুর্দান্ত রেজাল্ট না করলেও অল্প কিছু নম্বর পেয়ে টিকে ছিল এই সিরিয়াল। আর এবার শেষ হচ্ছে সেই খবরে এক প্রকার শীলমোহর দিলেন ধারাবাহিকের ময়ূরী ওরফে অভিনেত্রী শ্বেতা মিশ্র। সম্প্রতি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে শ্বেতা বলেন যে, ‘জানিনা এটা(ইচ্ছেপুতুল) আর কদিন আছে। কারণ এটা শেষের দিকে হচ্ছে এই সম্ভাবনা প্রবল।’

bengali mega serial iccheputul upcoming episode has big twist

অর্থাৎ বোঝাই যাচ্ছে, কলাকুশলীরা ইতিমধ্যে এই সিরিয়াল শেষ হওয়ার খবর পেয়ে গিয়েছেন। তবে শুধু ইচ্ছেপুতুল নয়, টিআরপির অভাবে এবার শেষ হতে চলেছে ‘গৌরী এলো'(Gouri Elo)। একসময়ের বেঙ্গল টপার হওয়া এই ধারাবাহিক এখন টিআরপি তালিকায় নাম তুলতে হিমশিম খাচ্ছে। কিন্তু যতদিন গেছে দর্শকদের মন থেকে এই ধারাবাহিকের প্রতি ভালোবাসা ততই কমেছে।

Gouri Elo:

এবার এই সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নিতে চলেছে জি বাংলা। সম্প্রতি সিরিয়াল বিষয়ক একটি গ্রুপে এমনই মন্তব্য পোস্ট করেছেন একজন নেট নাগরিক। যদিও চ্যানেলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আগামী দিনে চ্যানেলও কোন সিদ্ধান্তে পৌঁছায় সেটা কিছুদিন পরেই জানা যাবে।