Zeenat Aman

Moumita

জিনাতের সঙ্গে পরকীয়ায় লিপ্ত রাজ কাপুর! প্রয়াত অভিনেতার দাবি নিয়ে যা বললেন অভিনেত্রী

‘সত্যম শিবম সুন্দরম’ ছবিতে তার দাগ কেটে যাওয়া অভিনয় আজও ভুলতে পারেনি মানুষ। শুধুই কী তুখোড় অভিনয়? নাহ্, পরিচালক রাজ কাপুর যেভাবে তার সৌন্দর্যকে সেক্স সিম্বল হিসেবে ব্যবহার করেছিলেন সেটাও চর্চার বিষয় বটে বৈকী। যদিও পরবর্তী সময়ে এই রাজ কাপুরের সঙ্গেই তার বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছিলেন দেব আনন্দ।

   

হয়ত অনেকেই বুঝে গেছেন যে, আমরা ঠিক কার কথা বলছি। বি টাউনের অন্যতম সুন্দরী এবং চর্চিত অভিনেত্রী জিনাত আমানের(Zeenat Aman) কথা হচ্ছে এখানে‌। দেব আনন্দের এই অভিযোগ নিয়ে এর আগে কখনো মন্তব্য না রাখলেও সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ জিনাত।

আসলে নিজের আত্মজীবনী ‘রোম্যান্সিং উইথ লাইফ’-এ দেব আনন্দ (Dev Anand) দাবি করেছিলেন, রাজ কাপুরের (Raj Kapoor) সঙ্গে জিনাত আমানের (Zeenat Aman) পরকীয়া সম্পর্ক ছিল। এর আগে চুপ থাকলেও প্রয়াত অভিনেতার এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিলেন অভিনেত্রী।

বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,রাজ কাপুর,জিনাত আমান,দেব আনন্দ,আত্মজীবনী,পরকীয়া,ইন্টারভিউ,সত্যম শিবম সুন্দরম,Bollywood,Entertainment,Gossip,Controversy,Raj Kapoor,Zeenat Aman,Dev Anand,Auto Biography,Extra Marrital Affairs,Satyam Shivam Sundaram

জিনাতের কথায়, “পরিচালক-অভিনেতা রাজ কাপুরের সঙ্গে আমার কোনওদিনই ব্যক্তিগত কোনও সম্পর্ক ছিল না। উনি ছিলেন পরিচালক এবং আমি অভিনেত্রী। ব্যস! আমাদের সম্পর্কের গণ্ডি এটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল।” যদিও দেব আনন্দের বক্তব্য ছিল অন্যরকম।

দেব আনন্দ জানিয়েছিলেন, এক পার্টিতে নাকি তিনি দেখেন, ‘জিনাতের কাঁধে হাত দিয়ে তিনি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিলেন রাজ। এরপর রাজ জিনাতকে জড়িয়ে ধরলে তিনিও যেভাবে বিষয়টি গ্রহণ করলেন, তা দেখে আমার মনে হল ওদের সম্পর্ক বন্ধুত্বের চেয়েও আরও বেশি কিছু।’

বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,রাজ কাপুর,জিনাত আমান,দেব আনন্দ,আত্মজীবনী,পরকীয়া,ইন্টারভিউ,সত্যম শিবম সুন্দরম,Bollywood,Entertainment,Gossip,Controversy,Raj Kapoor,Zeenat Aman,Dev Anand,Auto Biography,Extra Marrital Affairs,Satyam Shivam Sundaram

শুক্রবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে সেই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন জিনাত। অভিনেত্রী বলেন, ‘আমি জানি না উনি ঠিক কী বোঝাতে চেয়েছেন! তবে আমি এইটুকু বলতে পারি, এগুলো একেবারে ডাহা মিথ্যা কথা। পরে আমি হয়তো কোনওদিন নিজের বইতে গোটা ব্যাপারটা লিখতে পারি। আমি দেব আনন্দকে যথেষ্ট শ্রদ্ধা করি। কিন্তু তারপরেও বলব, ওর এই কথাগুলো একেবারে মিথ্যা।’